শহিদ ঔরঙ্গজেবের মৃত্যুতে খতিয়ে দেখা হচ্ছে তিন জওয়ানের ভূমিকা


শ্রীনগর: জঙ্গির গুলিতে নিহত জওয়ান ঔরঙ্গজেবের মৃত্যুর ঘটনায় নয়া মোড়৷ জওয়ানের মৃত্যুতে সন্দেহের তালিকায় তিন জওয়ান৷ ঔরঙ্গজেবের মৃত্যুতে এদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন৷ তা খতিয়ে দেখতে জেরা করা হচ্ছে তিন জওয়ানকে৷

গত বছর জুন মাসে ইদের সময় বাড়ি ফেরার পথে জঙ্গিরা তাঁকে অপহরণ করে৷ কিছুদিন পর পুলওয়ামা থেকে তাঁর গুলিবিদ্ধ নিথর দেহ পাওয়া যায়৷ তাঁর মাথায় ও ঘাড়ে বুলেটের চিহ্ন মেলে৷ জওয়ান হত্যার তদন্তে নেমে সর্ষের মধ্যে ভূতের সন্ধান পেয়েছে সেনাবাহিনী৷ সন্দেহের তালিকায় চলে এসেছে তিন জওয়ান৷
 
তদন্তে জানা গিয়েছে, ঔরঙ্গজেবের গতিবিধি সম্পর্কে তথ্য তারা ফাঁস করে দিতে পারে৷ যে তিনজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে তারা সকলেই ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান৷ ঔরঙ্গজেবও এই রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান ছিলেন৷ তাঁকে মরণোত্তর শৌর্য চক্র দেয় কেন্দ্রীয় সরকার৷ ঔরঙ্গজেবের বাবা মহম্মদ হানিফ বিজেপিতে যোগ দেন সম্প্রতি৷ ৩ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দেন তিনি৷ হানিফও ভারতীয় সেনাবাহিনীর জওয়ান ছিলেন