রামমন্দির নিয়ে পিছু হঠল বিশ্ব হিন্দু পরিষদ


নয়াদিল্লি: এতদিন লোকসভা ভোটের আগে রামমন্দির নির্মাণের দাবি জানিয়ে আসছিল বিশ্ব হিন্দু পরিষদ৷ এমনকী ভোটের আগে অর্ডিন্যান্স আনার জন্য চাপও দিচ্ছিল কেন্দ্রীয় সরকারের উপর৷ কিন্তু তারাই এবার আগের অবস্থান থেকে এল সরে৷ জানিয়ে দিল, অযোধ্যায় রামমন্দির নির্মাণ হবে৷ তবে লোকসভা ভোটের পর৷

রামজন্মভূমি আন্দোলনের অন্যতম প্রধান সংগঠন হল বিশ্ব হিন্দু পরিষদ৷ গত এক বছরের বেশি সময় ধরে গোটা দেশ জুড়ে রামমন্দির নির্মাণের দাবিতে নানা কর্মসূচি পালন করে চলেছে৷ তাদের এটাও দাবি ছিল, ভোটের আগে অর্ডিন্যান্স আনুক সরকার৷ যাতে রাম মন্দির গড়ে তোলা যায়৷ সেই বিশ্ব হিন্দু পরিষদ আগের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘরে গেল৷ মঙ্গলবার তাদের তরফে জানানো হয়েছে, তারা চায়না লোকসভা ভোটের আগে মন্দির নির্মাণ কোনও ইস্যু হয়ে উঠুক৷

বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈনকে উদ্ধৃত করে নিউজ নেশন জানিয়েছে, লোকসভা ভোট শেষ না হওয়া পর্যন্ত অযোধ্যায় রামমন্দির নির্মাণের তাদের আন্দোলন আপাতত স্থগিত রাখা হল৷ কারণ বিশ্ব হিন্দু পরিষদ চায় না রামমন্দিরকে নির্বাচনী ইস্যু করে তুলতে৷ তিনি আরও জানান, কেন্দ্রে নতুন সরকার গঠিত হওয়ার পরই রামমন্দির নিয়ে তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করবে৷
 
রামমন্দির নির্মাণ নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ তথা হিন্দু সংগঠনগুলি কার্যত দ্বিবিভক্ত৷ তা আরও একবার প্রকাশ পেল এই ঘটনায়৷ কিছুদিন আগে প্রয়াগরাজে ধর্ম সংসদে জানিয়ে দেওয়া হয় ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মন্দির নির্মাণের কাজ৷ ধর্ম সংসদ আরও জানিয়েছে, তাদের সুপ্রিম কোর্ট ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা আছে৷ কিন্তু মন্দির নির্মাণে আর দেরি করা যাবে না৷ সময় এসে গিয়েছে অযোধ্যায় রামমন্দির নির্মাণের৷ আগে ভিত্তি প্রস্তর করা হবে৷ তারপর হবে মন্দির নির্মাণের কাজ৷ আর এই ভিত্তি প্রস্তরের জন্য চারটি পাথর নিয়ে যাওয়া হবে অযোধ্যায়৷ চারজন ব্যক্তি এই পাথর বহন করবে৷ যাতে ১৪৪ ধারার লঙ্ঘন না হয়৷ ২১ ফেব্রুয়ারি হবে মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর৷