মহাপঞ্চমীতে মাথায় হাত! দাম বেড়ে ১০০-র কাছাকাছি পেট্রল-ডিজেল


নয়াদিল্লি: দাম কমার কোনও লক্ষণ নেই, উপরন্তু নিজের দর একটু একটু করে বাড়িয়েই চলেছে পেট্রল-ডিজেল৷ আশঙ্কাকে সত্যি করে ১০০-র আরও কাছে এগিয়ে গেল জ্বালানি মূল্য৷

পুজোর মরসুমে ফের বাড়ল দাম৷ দিল্লিতে ০.৬ পয়সা বেড়ে পেট্রলের দাম প্রতি লিটারে হয়েছে ৮২.৭২টাকা এবং ০.১৯ পয়সা বেড়ে প্রতি লিটারে ডিজেলের দাম হয়েছে ৭৫.৩৮টাকা৷

পাশাপাশি মুম্বইয়ে ০.৬ পয়সা বেড়ে প্রতি লিটারে পেট্রলের দাম হয়েছে ৮৮.১৮টাকা এবং ০.২০ পয়সা বেড়ে প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে ৭৯.০২টাকা৷

এদিকে তেলের দাম ক্রমশ নাগালের বাইরে চলে যাওয়ায় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করে বিরোধী দলগুলি৷ চাপের মুখে বাধ্য হয়ে উৎপাদন শুল্ক আড়াই টাকা কমায় মোদী সরকার৷ কিন্তু তাতেও স্বস্তি ফিরল আর কই? সরকারের অস্বস্তি বাড়িয়ে আবার উধ্বর্মুখী তেলের দাম৷

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় এ দেশের পেট্রোপণ্যের বাজারে এই মূল্যবৃদ্ধি বলে দাবি ওয়াকিবহাল মহলের৷ তেলের দাম বাড়তে থাকায় আমজনতার মাথায় হাত৷ জ্বালানির দামবৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে৷ বাস মালিকরা আবারও ভাড়া বাড়ানোর দাবি তুলছেন৷ এমন পরিস্থিতিতে মাথায় হাত আমজনতার৷