‌এবার বাড়িতে মদ পৌঁছে দেবে সরকার


এবার আপনার বাড়িতে মদ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। রাজ্যের শুল্ক দপ্তরের মন্ত্রী চন্দ্রশেখর ভওয়ানখুলে জানিয়েছেন, ‌ এই প্রথম কোনও রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। মদ্যপান করে গাড়ি চালানোয় দুর্ঘটনা প্রবণতা কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। মন্ত্রীর দাবি, রাজ্যে এত বেশি মদ্যপান করে গাড়ি চালানোর প্রবণতা বেড়েছে যে হিমসিম খেতে হচ্ছে রাজ্য সরকারকে।

যেভাবে অনলাইনে সবজি এবং চাল ডাল বিক্রি হয় একই ভাবে এবার মদের অর্ডার নেওয়া হবে। এবং সেভাবেই অর্ডার মত বাড়িতে পৌঁছে দেওয়া হবে মদ। এনসিআরবি দেওয়া রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালে প্রায় সাড়ে চার লাখ পথদুর্ঘটনার মধ্যে ১.‌৫ শতাংশ দুর্ঘটনার কারণই ছিল মদ্যপান করে গাড়ি চালানো। এর জন্য প্রায় ৬,২৯৫ জন আহত হয়েছিলেন।

মহারাষ্ট্রের বিজেপি সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। বিরোধীরা ফড়নবীশ সরকারের সিদ্ধানের বিরুদ্ধে সরব হয়েছে। তবে উৎসবের মুরশুমে মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্ত পথদুর্ঘটনার হার কমাতে অনেকটাই সহযোগিতা করবে বলে মনে করছেন অনেকে।