‘ভারত একবার সার্জিক্যাল স্ট্রাইক করলে পাকিস্তান ১০ বার জবাব দেবে’


ইসলামাবাদ: সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভারতকে ফের একবার হুমকি দিল পাকিস্তান৷ ভারত যদি পাকিস্তানের মধ্যে একটা সার্জিক্যাল স্ট্রাইক করার চেষ্টা করে তাহলে তাকে ১০টা সার্জিক্যাল স্ট্রাইকের মুখোমুখি হতে হবে বলে হুমকি দিলেন পাকিস্তান আর্মড ফোর্সেস-এর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর৷

এর আগে, এক সাক্ষাৎকারে তিনি ভারতের সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের বক্তব্যকে টার্গেট করে বলেছিলেন, যুদ্ধের জন্য পাক সেনা প্রস্তুত কিন্তু ইসলামাবাদের মানুষ শান্তির পথে হাঁটতেই আগ্রহী৷ তিনি এও বলেন, পাকিস্তানের চুপ থাকাকে তার দুর্বলতা ভেবে নিলে ভুল করা হবে৷

গাফুর জানান, পাকিস্তানের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে চায় পাক সেনা৷ তাঁর মতে, ২০১৮-র জেনারেল ইলেকশন সবথেকে স্বচ্ছভাবে হয়েছে৷

ডিজি আইএসপিআর বলেন, দেশে ভাবনা চিন্তা প্রকাশের স্বাধীনতা রয়েছে৷ অমনেক কিছুই ভালো ঘটছে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের উচিত সেই ভালো বিষয়গুলোতে আলোকপাত করা, এমনটাই জানান তিনি৷

ডিজি আএসপিআর-এর মতে, সন্ত্রাস দমনে পাকিস্তান অনেক আত্মত্যাগ করেছে৷ যুদ্ধক্ষেত্রে প্রায় ৭৬হাজার পাকিস্তানি প্রাণ হারিয়েছে৷ অতীতের থেকে বর্তমান পাকিস্তান অনেক ভালো অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেন তিনি৷