অনলাইনে হরদম শপিং করেন? তবে সাবধান...


পতঞ্জলি আয়ুর্বেদের ভুয়ো ওয়েবসাইট বানিয়ে প্রতারণা। পতঞ্জলির ডিস্ট্রিবিউটরশিপের প্রতিশ্রুতি দিয়ে পুণের এক ব্যবসায়ীকে প্রতারণার অভিযোগ। মোট ৪ লক্ষ টাকার প্রতারণার ঘটনা ঘটেছে বলে পুলিশে অভিযোগ হয়েছে। 

পুলিশ জানিয়েছে, ব্যবসা বৃদ্ধির জন্য এ মাসের শুরুতে পতঞ্জলি আয়ুর্বেদের পণ্যের ডিস্ট্রিবিউটরশিপের জন্য আনলাইনে আবেদন করেছিলেন ২২ বছর বয়সী ওই ব্যবসায়ী। তাঁর আবেদন মঞ্জুর হয়েছে ই-মেইলে জানানো হয়। পাশাপাশি একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিতে বলা হয়। ই-মেইলের বক্তব্য অনুসারে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেন ওই ব্যবসায়ী। এর পরে ফোন করে নানা অছিলায় তাঁর কাছে আরও টাকা চাওয়া হয়। এ ভাবে মোট ৪ লক্ষ টাকা জমা দিয়েছিলেন পুণের ওই তরুণ ব্যবসায়ী। কিন্তু প্রতিশ্রুতি মতো পণ্য না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হন তিনি। 
এই ঘটনায় পিন্টু পাসোয়ান নামে এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন প্রতারিত ব্যবসায়ী। আইপিসি-র ৪২০ ধারা এবং আইটি আইনে মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে।