‘যা বলার পরে বলব’, দেশে ফিরে জানালেন যৌন হেনস্তায় অভিযুক্ত আকরব


নয়াদিল্লি: দেশে ফিরলেন যৌন হেনস্তায় অভিযুক্ত মোদীর মন্ত্রিসভার সদস্য এম জে আকবর৷ রবিবার সকালে পা রাখেন দিল্লিতে৷ তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, যা বলার পরে বিবৃতি দিয়ে জানাবেন৷

মি টু আন্দোলনের আঁচ এসে পড়ে মোদীর মন্ত্রিসভার অন্দরেও৷ অধুনা প্রাক্তন এই সাংবাদিক ও বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে একাধিক মহিলা সাংবাদিককে যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে৷ এই নিয়ে সরগরম দিল্লির রাজনীতি৷ তবে যেই সময় এই অভিযোগগুলি ওঠে তখন আকবর ছিলেন নাইজেরিয়ায়৷ তাঁকে তড়িঘড়ি দেশে ফিরতে বলা হয়৷ রবিবার সকালে দিল্লির বিমানবন্দরে পা রাখতেই ছেকে ধরে সাংবাদিকরা৷ মি টু আন্দোলনের জেরে তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তা নিয়ে প্রশ্ন করেন৷ জবাবে রাষ্ট্রমন্ত্রীর ছোট্ট প্রতিক্রিয়া৷ পরে বিবৃতি দিয়ে সব জানাবেন৷

এ দিকে আকবরকে নিয়ে দ্বিধাভক্ত বিজেপি৷ একপক্ষের মন্তব্য যে সময়ের ঘটনা তখন তিনি মন্ত্রী ছিলেন না এবং আকবরের বিরুদ্ধে থানায় কোনও অভিযোগও কেউ জানাননি৷ আবারও আরেক পক্ষের মতে, অভিযোগগুলি গুরুতর৷ সরকার বা দল এইভাবে দায় ঝেড়ে দিতে পারে না৷ এই সব যৌন হেনস্তার অভিযোগ সামনে আসার পর জল্পনা ছড়িয়েছে আকবরকে সম্ভবত ইস্তফা দিতে বলা হতে পারে৷ ফলে বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর পদও খোয়াতে হতে পারে তাঁকে৷ তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷