আরও এক ধাক্কা! প্রধানমন্ত্রীর আর্থিক পরামর্শদাতা কাউন্সিলের সদস্যের পদত্যাগ


কেন্দ্রের জন্য ফের এক ধাক্কা। আরবিআই গভর্নরের পদ থেকে উর্জিত প্যাটেলের পদত্যাগ নিয়ে যখন আলোড়ন চলছে তার মাঝেই আর এক অর্থনীতিবিদ নিঃশব্দে প্রস্থান করেছেন। যে খবর কিছুদিন পরে সামনে এল। প্রখ্যাত অর্থনীতিবিদ ও কলামনিস্ট সুরজিৎ ভল্লা এবার সরে গেলেন প্রধানমন্ত্রীর আর্থিক পরামর্শদাতা কাউন্সিল থেকে। এই কাউন্সিলের পার্ট-টাইম সদস্য ছিলেন তিনি। গত ১ ডিসেম্বরই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর আর্থিক পরামর্শদাতা কাউন্সিলের নেতৃত্বে রয়েছেন নীতি আয়োগের সদস্য বিবেক দেবরয়। এছাড়াও আংশিক সদস্য হিসাবে অর্থনীতিবিদ রথীন রায়, অসীমা গোয়েল, শামিকা রবি ও অন্যান্যরা রয়েছেন।
সোমবার বিকেলে আরবিআই গভর্নরের পদ থেকে উর্জিত প্যাটেলের পদত্যাগের খবর সামনে আসে। তিনি আগামী জানুয়ারী মাসেই মেয়াদ শেষ করতেন। তা সত্ত্বেও আগে থেকে সরে গেলেন। কেন্দ্রের সঙ্গে বিরোধের জেরেই তিনি পদত্যাগ করেছেন বলে খবর। যদিও বিদায়বেলায় তিনি কোনও বিতর্ক তৈরি করেননি। সকলকে ধন্যবাদ জানিয়ে সরে গিয়েছেন। তবে বিরোধী শিবির থেকে প্রখ্যাত অর্থনীতিবিদেরা কেন্দ্রের মোদী সরকারকেই কাঠগড়ায় তুলেছে।