‌আরবিআইয়ের গভর্নর পদ থেকে ইস্তফা উর্জিতের


জল্পনা ছিল আগে থেকেই। অবশেষে আশঙ্কা সত্যি করেই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদ থেকে ইস্তফা দিলেন উর্জিত প্যাটেল। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। উর্জিতের ইস্তফার সঙ্গে সঙ্গেই রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে কেন্দ্রের সংঘাত আরও প্রকট হল। আরবিআইয়ের একাধিক কাজে কেন্দ্রের হস্তক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন উর্জিত। সেকারণেই পদ ছাড়তে বাধ্য হলেন বলে মনে করা হচ্ছে। যদিও পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ব্যক্তিগত কারণে পদ ছাড়ছেন।

গত কয়েকদিন ধরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং আরবিআইয়ের গভর্নরের সঙ্গে স্বাধিকারের লড়াই চলছিল। আরবিআইয়ের স্বাধিকারে হস্তক্ষেপের অভিযোগ উঠছিল মোদি সরকারের বিরুদ্ধে। আরবিআইয়ে সঞ্চিত অর্থের ভাগ দাবি করেছিলন মোদি সরকার। তাতে রাজি হননি উর্জিত। তা নিয়ে কেন্দ্র আরবিআই সংঘাত চরমে ওঠে।  এই মনোমালিন্যের জেরেই এই ইস্তফা বলে মনে করা হচ্ছে।

শীতকালীন অধিবেশনের আগে উর্জিতের এই পদত্যাগ মোদিকে চাপে ফেলবে বলে মনে করছেন রাজনীতিকরা।

আগামীকাল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল। তার আগে দিল্লিতে একজোট হয়েছে বিরোধীরা। এই সন্ধিক্ষণে আরবিআই গভর্নরের পদত্যাগ বিরোধীদের হাতে মোদি সরকারের বিরুদ্ধে বড় অস্ত্র তুলে দিল তাতে কোনও সন্দেহ নেই।