SBI-তে চাকরি করতে চান? শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া


ডেপুটি ম্যানেজার (ইন্টারনাল অডিট) পদের জন্য কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। প্রসঙ্গত, ২১ থেকে ৩৫ বছরের মধ্যে যাঁদের বয়স, তাঁরাই আবেদন করতে পারবেন।

চাকরির সম্পর্কিত বিস্তারিত তথ্য 
মোট শূন্যপদ: ৩৯
পদের নাম: ডেপুটি ম্যানেজার (ইন্টারনাল অডিট)

যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: Institute of Chartered Accountants of India (ICAI) থেকে প্রার্থীর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি (CA) ডিগ্রি থাকতে হবে, পাশাপাশি যে কোনও চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মে অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: বয়সের উর্ধ্বসীমা ৩৫ বছর। সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

আবেদন প্রক্রিয়া: প্রথমে অনলাইনে লিখিত পরীক্ষা এবং তারপর ইন্টারভিউ-এর মাধ্যামে প্রার্থীকে বাছাই করা হবে।

আবেদন ফি: জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি হিসাবে ৬০০ টাকা জমা দিতে হবে। পাশাপাশি SC/ ST দের জন্য আবেদন ফি ১০০ টাকা।

জেনে নিন কীভাবে আবেদন করবেন:
এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটটি হল sbi.co.in। এি ওয়েবসাইটের career অপশনে গেলেই এ বিষয়ে বিশদ তথ্য পাওয়া যাবে।

প্রয়োজনীয় তারিখগুলো দেখে নিন:
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৮ ডিসেম্বর।

৫ জানুয়ারি কল লেটার পাওয়া যাবে (সম্ভব্য)।

লিখিত পরীক্ষা হবে ২৭ জানুয়ারি, ২০১৯।

আবেদনের আগে ভাল করে পড়ে নিন সমস্ত শর্তাবলী।