‌তেলঙ্গানায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে টিআরএস, ৫০,০০০ ভোটে জয়ী কেসিআর


প্রত্যাশা মতই ফলাফল প্রকাশ্যে আসছে তেলঙ্গানায়। বিধানসভা নির্বাচন এবারই প্রথম এই রাজ্যে। টিআরএস যে জয়ের দিকেই এগোচ্ছে সেটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। ৫০,০০০ ভোটে জয়ী হয়েছেন টিআরএস প্রধান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।গজওয়েল কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। ১১৯টি আসনের মধ্যে টিআরএস এগিয়ে রয়েছে ৮৫টি আসনে। ৬০টি আসনে জিতলেই একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে যাবে টিআরএস। মেহবুবনগরের ১৪টি আসনেই এগিয়ে টিআরএস।সিদ্দিপেটে ১.২০ লাখ ভোটে জয়ী হয়েছে টিআরএস প্রার্থী হরিশ রাও।

তেলঙ্গানায় টিআরএস যে সরকার গঠন করবে সম্ভাবনা আগাম আঁচ করতে পেরেই বিজেপি কেসিআরকে সমর্থনের কথা আগাম জানিয়ে রেখেছে। এদিকে কংগ্রেস এখনও পর্যন্ত ২৪ টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি মাত্র একটি আসনে এগিয়ে। মোটের উপর তেলঙ্গানায় বিজেপির হাঁড়ির হাল দশা তাতে কোনও সন্দেহ নেই। চন্দ্রায়নগুট্টায় জয়ী হয়েছেন এআইএমআইএম নেতা আকবরউদ্দিন ওয়াসি। চারমিনার কেন্দ্রেও এগিয়ে রয়েছেন ওয়াসির দলের মুমতাজ আহমেদ খান। ওয়াইসির দল পাঁচটি আসনে এগিয়ে রয়েছে। বাকি তিনটি আসনে এগিয়ে রয়েছে অন্যান্যরা। হায়দরাবাদ শহরে ওয়াইসির দলের ফলাফল ভাল।