টাকার দামে বিশাল পতন, ফের পিছনের দিকে হাঁটতে শুরু করল ভারতীয় মুদ্রা


মাঝে কিছুটা উন্নতি হয়েছিল। তবে এদিন পাঁচ রাজ্যের ভোট গণনা শুরু হতেই একদিকে যেমন শেয়ার বাজারে ধস নামল, তেমনই টাকার দাম পড়ল অনেকটাই। সোমবার মার্কিন ডলারের সাপেক্ষে ৫০ পয়সা পড়ে টাকার দাম থেমেছিল ৭১.৩২ টাকায়। এদিন বাজার খুলতেই ফের ১ টাকা ১৪ পয়সা কমে টাকার দাম দাঁড়াল ডলারের সাপেক্ষে ৭২.৪৬ টাকা।

একদিকে যেমন বিশ্বজনীন বাণিজ্য যুদ্ধ, অপরিশোধিত তেলের দামে অনিশ্চয়তার বিষয়গুলি রয়েছে, তেমনই আরবিআই গভর্নরের পদ থেকে উর্জিত প্যাটেলের সরে যাওয়াও টাকার দামে পতনের অনুঘটকের কাজ করেছে বলে মনে করা হচ্ছে।

বিনিয়োগকারীরা আশঙ্কায় ভুগছেন। কারণ কংগ্রেস বিধানসভা ভোটে ফলে এগিয়ে বলে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে। যার ফলে স্থানীয় বাজারের লেনদেনকারীরা ইক্যুইটি বেচে দিচ্ছেন। বিজেপির হার বিনিয়োগকারীদের আশঙ্কায় ফেলে দিয়েছে।

লোকসভা নির্বাচনের আগে বিজেপির পিছিয়ে যাওয়া ও টাকার পতন বেশ গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে। ওপেক গোষ্ঠীভুক্ত দেশগুলি তেলের উৎপাদন কমিয়ে দেবে বলে জানিয়েছে। ফলে তেলের দাম ফের বাড়তে চলেছে।

এদিন বাজার খুলতেই সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি পড়ে ৩৪৪৫৮.৮৬ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। আরও পতনের ইঙ্গিত রয়েছে। এদিকে নিফটিও ২০৫.২৫ পয়েন্ট পড়ে ১০,৫০০ পয়েন্টে নেমে গিয়েছে।