সরষের পরিবর্তে তিল থেকেই হচ্ছে তেল, পুলিশের জালে ব্যবসায়ী


বনগাঁ: খোলাবাজারে সরষের পরিবর্তে বিকোচ্ছে তিল। এই চক্রের সঙ্গে যুক্ত এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সুশীল বাইন৷ সোমবার ধৃতকে বনগাঁ আদালতে তোলে পুলিশ৷ ধৃতকে সাতদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত৷

উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার অন্তর্গত মনমোহনপুরের দোগাছিয়া এলাকায়। সরষের বদলে রঙ ও কেমিক্যাল মিশ্রিত তিল বিক্রি করার একটি চক্র চলছে বলে খবর পায় পুলিশ। রবিবার রাতেই ওই এলাকায় হানা দেয় গাইঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী৷ তন্নতন্ন করে তল্লাশি চালানো হয় এলাকার প্রত্যেক কারখানা ও গুদামে৷ তল্লাশিতে একটি কারখানা থেকে উদ্ধার হয় রঙ ও কেমিক্যাল মিশ্রিত ৪০০ কেজি সরষে এবং তিল। রাতেই কারখানাটি সিল করে দেয় পুলিশ এবং গ্রেপ্তার করা হয় কারখানা মালিক সুশীল বাইনকে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই এই জাল ব্যবসার সঙ্গে যুক্ত ছিল সে৷ প্রথমে বাজার থেকে কম দামি তিল কিনে আনত৷ তারপর সেই তিলে কেমিক্যাল ও রং মিশিয়ে সরষে বলে খোলাবাজারে বিক্রি করত৷ প্রয়োজনে ব্যবহার করা হত মবিলও৷

স্থানীয় বাসিন্দাদের মতে, সরষে ভেবে তাঁরা অনেকেই সেই ভেজাল মিশ্রিত তিল কিনে তা থেকে তেল বের করতেন। তারপর রং ও কেমিক্যাল মিশ্রিত তেল বিক্রি করতেন বাজারে৷ ফলে, সেই ক্ষতিকারক কেমিক্যাল মানুষের শরীরে প্রবেশ করেছে। সোমবারই ধৃত সুশীল বাইনকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ৷ ধৃতকে সাতদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক৷ পুলিশ জানিয়েছে, জেরায় নিজের দোষ কবুল করেছে অভিযুক্ত৷ সে স্বীকার করেছে, বেশি মুনাফার লোভেই এই কাজ করত সুশীল৷ তাকে জেরা করে এই ভেজাল সরষ চক্রের আরও গভীরে যেতে চাইছেন তদন্তকারীরা৷