কারখানা বন্ধের নোটিশ, দুর্ভোগে শ্রমিকরা

হাওড়া: সামনেই বিশ্বকর্মা পুজো৷ কারখানায় ধুমধাম করে পুজোর আয়োজনের কথা ভাবছিলেন শ্রমিকরা৷ কিন্তু তার আগেই বিসর্জনের সুর হাওড়ার গিরিরাজ গ্লাস ইন্ডাস্ট্রি কারখানায়৷ শনিবার সকালে কাজে এলে শ্রমিকদের সাসপনশন অফ ওয়ার্কের নোটিশ ধরানো হয়৷ ফলে কর্মহীন হলেন ওই কারখানার প্রায় কয়েকশ শ্রমিক৷

মূলত কাচের বোতল, শিশি তৈরি হয় বালির পালপাড়া নিশিন্দা অঞ্চলের গিরিরাজ গ্লাস ইন্ডাস্ট্রি কারখানায়৷ শুক্রবার রাতে কাজের পর এদিন সকালে কাজে যোগ দেন সকালের শিফটের শ্রমিকরা৷ তখনই তাদের মালিকের সই করা কারখানা বন্ধের চিঠি শ্রমিকদের হাতে ধরিয়ে দেন ইউনিয়ন সেক্রেটারি৷
 
শ্রমিকদের দাবি, কারখানা লাভেই চলছিল৷ মালিক ইচ্ছে করে কারখানা বন্ধ করে দিতে চাইছে৷ তাদের প্রশ্ন, রাতে কারখানায় মানিক বা ম্যানেজার ছিলেন না৷ তাহলে কীভাবে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ইউনিয়ন নেতার হাতে পৌঁছে গেল? আড়ালে আবডালে অনেকেই শ্রমিক নেতাদের সঙ্গে মালিকের গোপন আতাঁতের অভিযোগ তুলছেন৷

তবে উৎসবের মরসুমে করকানা বন্ধ হওয়ায় দুর্ভোগে শ্রমিকরা৷ সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপের দাবি করছেন তারা৷