বিরাম নেই পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে! এবার মহার্ঘ সিএনজিও


ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় শনিবার পেট্রোলের দাম বেড়েছে লিটার পিছু ৩৯ পয়সা এবং ডিজেলে বেড়েছে লিটার পিছু ৪৪ পয়সা। যদিও নির্দিষ্ট রাজ্যে কর ভিন্ন হওয়ায় শহর অনুযায়ী এই দাম বৃদ্ধিও ভিন্ন। এদিন বেড়েছে সিএনজির দাম। ফলে দিকে দিকে অটোর ভাড়া বৃদ্ধির দাবি উঠতে শুরু করেছে।

কলকাতায় এদিন পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু যথাক্রমে ৮৩.২৭ টাকা ও ৭৫.৩৬ টাকা। দুই পেট্রোপণ্যের দামের ফারাক দাঁড়িয়েছে ৭.৯১ টাকা। তুলনামূলক ভাবে অবশ্য শুক্রবারের থেকে দাম বৃদ্ধির পরিমাণ ছিল সামান্য কিছুটা কম।

গত ১ সেপ্টেম্বর থেকে কলকাতায় পেট্রোলে বেড়েছে ১.৬৭ টাকা এবং ডিজেলে বেড়েছে ২.০৯ টাকা।

এদিন, সিএনজির দাম বেড়েছে ইউনিট পিছু সাতটাকা। ৬১ টাকা থেকে যা বেড়ে হয়েছে ৬৭ টাকা। একবছরে সিএনজির দাম বাড়ল প্রায় ১২ টাকা। সিএমজির দাম বেড়ে যাওয়ায় বিভিন্ন জায়গায় অটোর ভাড়া বৃদ্ধির দাবি উঠেছে।