২০০০ ইয়াবা ট্যাবলেট সহ শহর থেকে গ্রেফতার ছয় যুবক


 কলকাতা: শহর থেকে উদ্ধার প্রচুর মাদক। মাদক সহ ছ'জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ শাখা।

গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার সকালে ইডেন গার্ডেন্সের সামনে ওত পেতে বসে থাকেন এসটিএফ কর্তারা। সেখানেই ছয় যুবককে হাতে নাতে পায় পুলিশ। সেখানেই তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। তারপরই তাদের গ্রেফতার করা হয়।
 
তাদের কাছ থেকে প্রায় ২০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। য়াবা ড্রাগসকে ক্রেজি ড্রাগস বা ন্যাজি ড্রাগসও বলা হয়।

'ইয়াবা' নামে ওই ড্রাগের বাংলাদেশে প্রবল চাহিদা আছে বলে জানা যায়। এতে Mathamphetamine ও caffeine থাকে। এটিকে ম্যাডনেস ড্রাগও বলা হয়। এগুলি আকারে ছোট দানার মত হওয়ায় সহজেই পাচার করা সম্ভব।
 
বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে এই ড্রাগের ব্যবহার বেড়েছে। এগুলি মূলত মায়ানমার থেকে আনা হয়। উত্তর-পূর্ব অর্থাৎ অসম, মনিপুর হয়ে ভারতে ঢোকে এগুলি। তারপর কলকাতা হয়ে যায় বাংলাদেশে। এর আগেও একাধিকবার এই ধরনের পাচারচক্রের সন্ধান পাওয়া গিয়েছে। বাংলাদেশে এই ড্রাগগুলিকে 'পিল', 'লাল', বাবা', 'চাক্কা', 'গুটি' বা 'বড়ি' হিসেবেও ডাকা হয়।

২০১৬ তে ৩৫৯ জন রোহিঙ্গাকে এই ইয়াবা পাচারের দায়ে গ্রেফতার করা হয়েছিল।