পরীক্ষা দেয়নি ১১ লক্ষ! সুবর্ন সুযোগ আপনার কাছে

নয়াদিল্লি: নজির গড়ল পরীক্ষার উপস্থিতির হার৷ ৪ সেপ্টেম্বর ছিল ভারতীয় রেলওয়ের কম্পিউটার বেসড পরীক্ষা৷ পদের নাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ান৷ তবে, এবারের রেলওয়ের এই পরীক্ষায় প্রার্থীদের উপস্থিতির হার রেকর্ড তৈরি করল৷ রেলমন্ত্রক জানাচ্ছে, আরআরবি এএলপি / টেকনিশিয়ন পদের পরীক্ষায় ৭৬.৭৬ শতাংশ প্রার্থী উপস্থিত ছিলেন৷

একটি ট্যুইটের মাধ্যমে রেলমন্ত্রক জানিয়েছে,'আমরা সফলভাবে সিবিটির প্রথম পর্ব উত্তীর্ণ করেছি৷ যেখানে ৬৪,০৩৭ এএলপি এবং টেকনিকাল পোস্টের জন্য আবেদন করেছেন প্রায় ২৪ লক্ষের বেশি প্রার্থী৷ পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭৬.৭৬ শতাংশ৷ অন্যদিকে, গতবারের পরীক্ষাটির জন্য আবেদন করেছিলেন ৩২ লক্ষ প্রার্থী৷ উপস্থিতির হার ছিল ৪৭.৪৭ শতাংশ৷'
 
পরীক্ষা পর্বটি ছিল যথাক্রমে অগস্ট ৯, ১০, ১৩, ১৪, ১৭, ২০, ২১, ২৯, ৩০, ৩১ এবং সেপ্টেম্বর ৪ ৷ সরকারি সূত্রের খবর, পরীক্ষায় উপস্থিত হয়েছিল প্রায় ৩৬ লক্ষের বেশি প্রার্থী৷ তবে, অনুপস্থিতির সংখ্যাও নেহাৎ কম নয়, প্রায় ১১ লক্ষের মত৷ আর, এই অনুপস্থিতির সংখ্যাই বাড়াতে পারে আপনার সুযোগকে৷ প্রাথমিকভাবে প্রার্থীদের অনুপস্থিতির কারণ হিসেবে উঠে এসেছে পরীক্ষা কেন্দ্রগুলির লোকেশনের বিষয়টি৷ অনেক আবেদনকারীরাই স্থানীয় এলাকার কাছাকাছি পরীক্ষাকেন্দ্র না পাওয়ায় অভিযোগ জানিয়েছেন৷

রেলমন্ত্রক জানাচ্ছে, ১৭ শতাংশ আবেদনকারী নিজেদের বাড়ির ৫০০ কিমির মধ্যে পরীক্ষাকেন্দ্র পাননি৷ যার ফলে বেড়েছে অনুপস্থিতির সংখ্যা৷ প্রায় ৮৩ শতাংশ প্রার্থী ৫০০ কিমির মধ্যে পরীক্ষাকেন্দ্র পেয়েছেন৷ অন্যদিকে, মহিলা পরীক্ষার্থী এবং শারীরিরভাবে অক্ষম প্রার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল৷ উভয় পরীক্ষার্থীদের জন্যই ২০০ কিমির মধ্যে পরীক্ষাকেন্দ্র দেওয়া হয়েছিল৷