রাস্তা নেই, ‘ঢোলি’ করে জঙ্গলের মধ্যে দিয়ে হাসপাতালে আসার পথে সন্তান প্রসব আদিবাসী মহিলার


অমরাবতী: পাহাড়ের ওপরে গ্রাম। সেখান থেকে উপত্যকায় স্থিত হাসপাতালে যাওয়ার রাস্তা নেই। ফলে, বাধ্য হয়ে 'ঢোলি' (কাপড় ও বাঁশের তৈরি পালকি) বানিয়ে পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়েই অন্তঃসত্ত্বা আদিবাসী মহিলাকে নামানো হচ্ছিল। যাত্রায় বিলম্ব হওয়ায় মাঝপথেই জঙ্গলের মধ্যে সন্তান প্রসব করলেন ওই মহিলা। ঘটনাস্থল অন্ধ্রপ্রদেশ।

এলাকায় সড়ক যোগাযোগের অবস্থা কতটা শোচনীয় তা বোঝাতে মহিলার ওই সফরের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন স্থানীয় যুবক। নিমেষের মধ্যে তা ভাইরাল হয়ে পড়ে। এদিকে, জঙ্গলে মহিলা সন্তান প্রসব করেছেন, এই খবর পেয়েই উপজাতি উন্নয়ন আধিকারিকরা ঘটনাস্থলে একটি মেডিক্যাল টিম পাঠায়। হাসপাতালে ভর্তি করা হয় মহিলা ও তাঁর সদ্যোজাত কন্যাসন্তানকে।