অভিযান চালিয়ে বড়সর সাফল্য পুলিশের

আগরতলা: অভিযান চালিয়ে তেলের ট্যাঙ্কারের মধ্যে থেকে ১,৩৫৯ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করল পুলিশ৷ বৃহস্পতিবার গভীর রাতে অসম ত্রিপুরা সীমানার বাগবাসা থেকে বিপুল পরিমান এই নিষিদ্ধ মাদক উদ্ধার করে ধর্মনগর থানার পুলিশ৷ তবে ট্যাঙ্কারের চালক ও খালাসি পলাতক৷

উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় কোটি টাকা বলে দাবি পুলিশের৷ ধর্মনগর থানার অফিসার ইনচার্জ বেণুমাধব দেব জানান, ''আগে থেকেই খবর ছিল৷ তেলের ট্যাঙ্কারটি আগরতলা থেকে বাগবাসা দিকে যাচ্ছিল৷ সেই সময় তল্লাশি চালিয়ে ট্যাঙ্কারের মধ্যে থেকে গাঁজা উদ্ধার করা হয়৷''

তবে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পাশের জঙ্গলের মধ্যে পালায় ট্যাঙ্কারের চালক ও খালাসি৷ পুলিশের তথ্য বলছে, গত ছয় মাসে ত্রিপুরা অসম সীমানা থেকে পাচারের আগে প্রায় ২০ হাজার কেজি নিষিদ্ধ মাদক দ্রব্য আটক করা হয়েছে৷ গাঁজার সঙ্গে এই এলাকায় পাচার হয় হেরোইন, মাদকজাত ট্যাবলেট, নিষিদ্ধ কাশির ওষুধ৷ মাদক চোদাচালানের দায়ে গ্রেফতার করা হয়েছে ৬৫ জনকে৷