জ্বালানির ‘ছ্যাঁকা’য় নাভিশ্বাস মধ্যবিত্তের


কলকাতা: লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রল, ডিজেলের দাম৷ বিগত কয়েক বছরের মধ্যে আজ সর্বোচ্চ দাম স্পর্শ করে অগ্নি মূল্য জ্বালানি৷ কলকাতায় ৩৯ পয়সা বেড়ে শনিবার লিটার প্রতি পেট্রলের দাম ৮৩ টাকা ২৭ পয়সা৷ ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে ৪৪ পয়সা৷ কলকাতায় এদিন ডিজেলের দাম প্রতি লিটারে ৭৫ টাকা ৩৬ পয়সা৷

বিগত আট দিনে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ১.৬৭ ও ২.০৯ টাকা৷ আপাতত স্বস্তির কোনও লক্ষণ নেই৷ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় প্রতিদিনই মহার্ঘ হচ্ছে জ্বালানি৷ ফলে স্পষ্ট. আগামী বেশ কিছুদিন পেট্রল, ডিজেলের দাম আরও বাড়বে৷

এদিকে পেট্রল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা৷ দাম বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারি নীতিকেই দায়ি করছে বিরোধীরা৷ প্রতিবাদে আগামী সোমবার দেশজুড়ে ১২ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা৷ সমর্থন করেছে কংগ্রেস৷

মহার্ঘ জ্বালানি৷ ফলে বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম৷ আশঙ্কায় সাধারণ মানুষ৷ অন্যদিকে পেট্রল ডিজেলের চড়া দামকে হাতিয়ার করেই রাজনীতির ময়দানে সুর চলাচ্ছে রাজনৈতিক দলগুলি৷