যাত্রী দুর্ভোগের কারণ! ভারতের চাই ৩০ লাখ বাস, আছে মোটে ৩ লাখ


সাধারণ যাত্রীদের যাতায়াতের জন্য যে পরিমাণ বাস প্রয়োজন, তার দশ ভাগের এক ভাগেরও কম রয়েছে দেশে। সরকারি তথ্য অনুযায়ী, দেশে রয়েছে ১৯ লাখ বাস। এর মধ্যে মাত্র ২.৮ লাখ বাস সরকারের নিয়ন্ত্রণাধীন। 

কেন্দ্রীয় পরিবহণসচিব ওয়াইএস মালিক জানিয়েছেন, 'সাধারণ যাত্রীদের চাহিদা মেটাতে আমাদের প্রয়োজন ৩০ লাখ বাস। কাজেই এ ক্ষেত্রে চাহিদার সঙ্গে যোগানের একটা বিরাট ফারাক রয়ে গিয়েছে।' পরিবহণ বিশেষজ্ঞদের দাবি, দুর্বল পরিষেবা ও বাসের ঘাটতির জন্য শহর ও গ্রামের মানুষের মধ্যে নিজস্ব গাড়ি কেনার প্রবণতা বাড়ছে।

কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, 'চিনে যেখানে প্রতি ১,০০০ মানুষের জন্য ৬টি বাস রয়েছে, সেখানে ভারতে প্রতি ১০,০০০ মানুষের জন্য রয়েছে মাত্র ৪টি বাস। আর ৯০% ভারতীয়রই নিজস্ব গাড়ি নেই।'