ইন্দোনেশিয়ায় তিনটে গির্জায় আত্মঘাতী হামলা, নিহত অন্তত ৯, আহত বহু


বিস্ফোরণে সান্তা মারিয়া গির্জার বাইরে রাখা যানবাহন ভস্মীভূত হয়ে গিয়েছে।

দশ মিনিটের ব্যবধানে পর পর তিনটে গির্জায় আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৯ জনের। আহতের সংখ্যা প্রায় ৪০।  আত্মঘাতী হামলাগুলি হয় ইন্দোনেশিয়ার সুরাবায়ার তিনটি গির্জায়।

রবিবার স্থানীয় সময় তখন সকাল সাড়ে ৭টা। সান্তা মারিয়া ক্যাথলিক গির্জায় তখন প্রার্থনার জন্য হাজির হয়েছিলেন মানুষজন। হঠাত্ই জোরাল বিস্ফোরণে কেঁপে ওঠে গির্জা চত্বর। প্রথম বিস্ফোরণটির কয়েক মিনিটের মাথায় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে দিপোনেগোরোর আর একটি গির্জায়। তৃতীয় বিস্ফোরণটি হয় শহরেরই পান্টেকোস্টা গির্জায়।

পূর্ব জাভা পুলিশের মুখপাত্র বারুং মাঙ্গেরা জানিয়েছেন, প্রথম বিস্ফোরণে এক হামলাকারী-সহ চার জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় বিস্ফোরণে মৃত্যু হয় দু'জনের এবং তৃতীয় বিস্ফোরণে আরও দু'জনের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু হয়। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।   

এই বিস্ফোরণের দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার না করলেও, এই হামলার পিছনে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর সহযোগী দল জিমা আনসারুত দাউলা (জেএডি)-র হাত  রয়েছে বলেই মনে করছে ইন্দোনেশিয়া পুলিশ।