চালু হচ্ছে ভারত–নেপাল রামায়ণ বাস, উদ্বোধনে প্রধানমন্ত্রী


কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচার শেষ হয়েছে বৃহস্পতিবার। সেই প্রচারপর্ব সেরে এবার নেপালের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে দু'‌দিনের সফরে এসেছেন তিনি। এটা তাঁর তৃতীয়বার নেপাল সফর। জনকপুর শহরে এসেছেন প্রধানমন্ত্রী। এখানে পৌঁছে এই সফরকে তিনি হিমালয়ের জাতি বলে বর্ণনা করেছেন। কারণ প্রতিবেশী দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনই তাঁর সরকারের প্রথম ও প্রধান নীতি। এদিন জনকপুর থেকে অযোধ্যা পর্যন্ত পর্যটকদের জন্য বাস চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে থাকছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বাসটির নাম দেওয়া হয়েছে রামায়ণ। কারণ জনকপুর সীতার জন্মস্থান আর অযোধ্যা রামের জন্মস্থান। '‌তাই অযোধ্যা ও জনকপুরের মধ্যে সম্পর্ক তৈরি হবে অত্যন্ত দৃঢ়'‌ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা প্রতিবেশী রাষ্ট্রে গিয়েও ধর্মীয় বিভাজন করছেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর দাবি সবকা সাথ সবকা বিকাশ।

নেপালের জনকপুর, কাঠমান্ডু এবং মুক্তিনাথ এলাকা জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। ১১ হাজার নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের জন্য এই এলাকাগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। এখান থেকে দুই প্রধানমন্ত্রী পশুপতিনাথ মন্দিরে যাবেন। প্রধানমন্ত্রী বলেন, '‌জনকপুর ও মুক্তিনাথে যাতে প্রতি বছর আরও বেশি করে পুণ্যার্থীরা আসেন সেদিকে তাকাতে হবে। আমি আত্মবিশ্বাসী যে আমার এই সফরের পর দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে। আর ভারত–নেপালের মধ্যে বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্য এবং বোঝাপড়া নিবিড়ভাবে গড়ে উঠবে।'‌ শনিবার এখানে একটি জলবিদ্যুৎ প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর মুক্তিনাথ মন্দিরে প্রার্থনায় যোগ দেবেন তিনি বলে খবর। তবে এইসব কর্মসূচীর পাশাপাশি আরও বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি হবে মোদি–ওলির মধ্যে বলেও জানা গিয়েছে।