জানেন হোয়াটসঅ্যাপের সব তথ্য ডাউনলোড করে রাখতে পারবেন আপনি?


হোয়াটস অ্যাপে গ্রাহকদের তথ্য নাকি নিরাপদ নয়৷ সম্প্রতি, এমনই একটি বির্তকের সন্মুখীন হতে হয়েছিল জনপ্রিয় এই ম্যাসেজিং অ্যাপটিকে৷ ৮০ মিলিয়ন ইউজারের ব্যাক্তগত তথ্য প্রকাশিত হয়ে পড়েছিল এমনই অভিযোগ আনা হয় সংস্থাটির বিরুদ্ধে৷ এই বিতর্কে নাম জড়িয়ে যায় কেমব্রিজ অ্যানালেটিকার৷ পুরো ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয় দেশ জুড়ে৷ সোশ্যাল মিডিয়াতে ইউজারদের তথ্য কতখানি সুরক্ষিত? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমত নাজেহাল হতে হয় কর্তৃপক্ষকে৷

প্রযুক্তিকে কাজে লাগিয়ে হোয়াটস অ্যাপের তথ্যকে ডাউনলোড করতে পারবেন ব্যবহারকারীরা৷ সুযোগটি করে দিয়েছে অবশ্য ইওরোপীয়ন ইউনিয়নের (EU) নিউ ডেটা প্রিভেসি রুলস৷ EU র নতুন প্রিভেসি ল, যেটি ইওরোপিয়ন জেনেরাল ডেটা প্রটেকশান রেগুলেশন (GDPR) নামে পরিচিত৷ সংস্থাটি ইউজারদের তথ্য ডাউনলোড এবং স্থানান্তরিত করার সুযোগ দিচ্ছে৷ হোয়াটস অ্যাপের যাবতীয় তথ্য ডাউনলোড করার পদ্ধতিটি হল :হোয়াটস অ্যাপ-সেটিংস-অ্যাকাউন্ট-রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো-রিকোয়েস্ট রিপোর্ট৷
রিকোয়েস্ট পাঠানোর বিষয়টি মোবাইলের স্ক্রিনে দেখা যাবে৷ ৩ দিন অপেক্ষা করার কথা স্ক্রিনে দেখানো হলেও ইউজাররা সাধারণত কয়েক ঘন্টার মধ্যেই রিপোর্টটি পেয়ে থাকেন৷ রিপোর্টটি পেয়ে গেলে ফোনে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন ইউজার৷ সঙ্গে আরও দেখানো হবে রিপোর্টটি ডাউননোড করার জন্য কতটা সময় পাবেন সার্ভার থেকে তথ্যগুলি পুরোপুরি ডিলিট হয়ে যাওয়ার আগে৷ কীভাবে রিপোর্টটি ডাউনলেড করবেন: হোয়াটস অ্যাপ-সেটিংস-অ্যাকাউন্ট- অ্যাকাউন্ট ইনফো-ডাউনলোড রিপোর্ট৷

এরপর একটি ZIP ফাইল ডাউনলোড হয়ে যাবে ফোনে৷ হোয়াটস অ্যাপের মাধ্যমে ফাইলটি খোলা যাবে না৷ রিপোর্টটি খোলার পর নিজের ফোন নম্বর, IP কানেকশান, ডিভাইস টাইপ, সমস্ত কনট্যাক্ট নম্বর সহ অন্যান্য নানা তথ্য পেয়ে যাবেন ইউজার৷