উৎসব ভাতা বাড়াল রাজ্য সরকার


কলকাতা: উৎসবের মরশুমে রাজ্যের বাসিন্দাদের জন্য ফের সুখবর নিয়ে এল রাজ্য সরকার৷ ফের উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য সরকারের তরফে৷

নবান্ন সূত্রের খবর, এর আগে রাজ্য সরকারি কর্মীদের উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ এবার উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল পেনশনভোগীদের জন্য৷ এ নিয়ে অর্থ দফতর বিজ্ঞপ্তিও জারি করেছে বলে ওই সূত্র থেকে জানা গিয়েছে৷

নবান্ন সূত্রে খবর, গত বছর ১৯০০ টাকা উৎসব ভাতা পেয়েছিলেন রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা৷ এবার তাঁদের সেই ভাতা বেড়ে যাচ্ছে আরও একশো টাকা৷ এবার তাঁরা উৎসব ভাতা হিসেবে এককালীন ২০০০ টাকা পাবেন৷

প্রশাসনের ওই সূত্রের দাবি, মুসলিমরা ঈদের আগেই এই উৎসব ভাতা পেয়ে যাবেন৷ বাকিদের চলতি বছর ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে দেওয়া হবে৷

প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব ভাতা বাড়িয়েছিল সরকার৷ সরকারি কর্মীদের উৎসব ভাতা ২০০ টাকা করে বাড়ানো হয়েছিল৷ গতবার তাঁরা এককালীন পেয়েছিলেন ৩৮০০ টাকা৷ এবার পাবেন ৪ হাজার টাকা৷ ওই ক্ষেত্রেও মুসলিম সরকারি কর্মীরা ঈদের আগেই উৎসব ভাতা পাবেন৷ একই ভাবে বাকিদের চলতি বছরের ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে দেওয়া হবে৷