চার বছরে দেশের আর্থিক অবনতি হয়েছ!

খাতায়-কলমে মূল্যবৃদ্ধি তেমন মাথাচাড়া দেয়নি এখনও। অথচ বাজারে নিমেষে খরচ হয়ে যাচ্ছে পাঁচশোর নোট। কেন্দ্রের দাবি, কাজের সুযোগ তৈরি হচ্ছে যথেষ্ট। অথচ একটি পদের জন্য আবেদন জমা পড়ছে লাখখানেক। মোদী সরকার ক্রমাগত বলছে, তাদের জমানায় গত চার বছরে হাল ফিরেছে অর্থনীতির। কিন্তু লগ্নি থেকে শুরু করে চাকরি— সেই হিসেব মিলছে না কোথাও। আর এই সমস্ত কারণে দেশের অর্থনীতি সম্পর্কে সাধারণ মানুষের আস্থা যে টোল খেয়েছে, তা স্পষ্ট রিজার্ভ ব্যাঙ্কের সমীক্ষায়।

দেশের ছ'টি প্রধান শহরে চালানো ওই সমীক্ষা অনুযায়ী, ৪৮% মানুষই মনে করছেন, গত চার বছরে আর্থিক অবস্থার অবনতি হয়েছে। সেখানে উন্নতি হয়েছে বলে মনে করেন মোটে ৩১.৯%। কাজের সুযোগ কমেছে বলে মনে করছেন ৪৪.১%। আগামী দিনে রোজগার বাড়ার বিষয়ে কিছুটা আশাবাদী হলেও, সেই বিশ্বাস তেমন জোরালো নয়। তুলনায় সামান্য স্বস্তির মূল্যবৃদ্ধির হার। কিন্তু সেখানেও আগামী দিনে তা মাথাচাড়া দেওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

অনেকে বলছেন, শিয়রে লোকসভা ভোট। তাই অর্থনীতি নিয়ে আমজনতার আস্থায় এমন টোল কেন্দ্রের পক্ষে সুখকর নয়। আগামী দিনে চাকা ঘোরে কি না, প্রশ্ন সেটাই।