‘সমাজ আমাদের বাঁচতে দিল না!’ শিশুকে নদীতে ফেলে নিজেরাও আত্মঘাতী লেসবিয়ান যুগল


সবরমতী নদী।

ঘাটে রাখা একটি চিরকুটে এই সুইসাইড নোট লিখে সবরমতী নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন দুই লেসবিয়ান যুগল। নিজেরা ঝাঁপ দেওয়ার আগে ওই লেসবিয়ান দম্পতিরই এক জন নদীতে ছুড়ে ফেলে দিলেন তাঁর তিন বছরের শিশুকে। সোমবারের ঘটনা।

সবরমতী রিভারফ্রন্ট (পশ্চিম) পুলিশ স্টেশন জানিয়েছে, এলিসব্রিজের কাছে সবরমতী নদীর বাঁধানো ঘাটে ওই সুইসাইড নোট রেখে দোপাট্টা দিয়ে নিজেদের বেঁধে ঝাঁপ দেন দু'জনে। ওই লেসবিয়ান যুগলের এক জনের নাম আশা ঠাকোর, তাঁর বয়স ৩০। ২৮ বছর বয়সী অন্য জনের নাম ভাবনা ঠাকোর। আর তাঁদের তিন বছরের সন্তানের নাম মেঘা। লেসবিয়ান যুগলের সম্পর্ক নিয়ে পাড়াপড়শি, আত্মীয়স্বজনদের কটূক্তি আর সহ্য না করতে পেরেই ওঁরা আত্মঘাতী হয়েছেন।

সেই বক্তব্যের সমর্থনে পুলিশ ওই লেসবিয়ান যুগলের লিখে যাওয়া সুইসাইড নোটটি দেখিয়েছে। যাতে লেখা, ''আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, যাতে আমরা ফের এক সঙ্গে থাকতে পারি। সমাজ আমাদের এখানে এক সঙ্গে থাকতে দিল না।''

পুলিশ জানাচ্ছে, দু'জনেই কাজ করতেন আমদাবাদ জেলার রাজোঢ়া গ্রামে। ভাবনার বাড়ি রাজোঢ়ায় হলেও আশা থাকতেন বাভলায়।