আজ হাইকোর্টে ডিএ মামলার শুনানি


কলকাতা: দীর্ঘ কয়েক মাস বাদে ফের ডিএ মামলার শুনানি শুরু হল৷ মঙ্গলবার দুপুর দুটো থেকে শুনানি শুরু হবে৷ ৫ জুন থেকে ৭ জুন চলবে এই শুনানি৷ এই তিনদিনেই স্পষ্ট হয়ে যাবে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের মহার্ঘ্য ভাতা আদৌ পাবে কিনা৷

যদি এই মামলার শুনানি চলাকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেছিলেন, সরকারি কর্মচারীদের ডিএ বাকি নেই৷ তবে পাল্টা মামলাকারীদের পক্ষ থেকে বার বার জানানো হয়েছিল, এখনও তাদের ডিএ বাকি রয়েছে৷ এই বিষয়ে তাদের আইনজীবী আদালতে দাবি করেছিলেন, সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার অধিকার রয়েছে৷ এখনও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাকি৷
 
এই প্রসঙ্গে তিনি আরও বলেছিলেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ -র মধ্যে বিশাল ফারাক রয়েছে৷ রাজ্য সরকার সঠিক সময় ডিএ দেয়নি৷ ফলে ২০১৫ সাল থেকে জনস্বার্থ মামলায় শুনানি শুরু হলেও এখনও সেই মামলা চলছে৷ বর্তমানে এই মামলাটি বিচারপতি গিরিশ গুপ্তের ডিভিশন বেঞ্চে৷