সাড়ে ৩০০ গ্রামের বেশি ‘পাউডার’ নেওয়া যাবে না আমেরিকাগামী বিমানে


আগামী ৩০ জুন থেকে সরাসরি আমেরিকাগামী কোনও বিমানে হ্যান্ডব্যাগে সাড়ে ৩০০ গ্রাম (বা প্রায় ১২ আউন্স)-এর বেশি গুঁড়ো পদার্থ নিয়ে ওঠা যাবে না। এর মধ্যে শুকনো মশলা, কসমেটিক পাউডার ও ট্যালকম পাউডারও।

সরকারি ও বেসরকারি সবক'টি বিদেশি এয়ারলাইন্স সংস্থাকে এ কথা জানিয়ে দিয়েছে মার্কিন ট্রান্সপোর্টেশন সিকিওরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ)।
ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসে গুঁড়ো পদার্থ ব্যবহার করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই নির্দেশ দিয়েছে টিএসএ।

দিল্লি ও মুম্বই থেকে নিউ ইয়র্ক, শিকাগো, ওয়াশিংটন, সানফ্রান্সিসকো-সহ আমেরিকার কয়েকটি শহরে সরাসরি যাওয়ার বেশ কয়েকটি বিমান রয়েছে এয়ার ইন্ডিয়ার।