বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বনগাঁ লোকাল


রানাঘাট স্টেশনের গার্ডওয়ালে ধাক্কা বনগাঁ লোকালের৷ দুর্ঘটনায় ট্রেনের বেশ কয়েকটি কামরা ক্ষতিগ্রস্ত৷ কয়েকজন যাত্রী জখম৷ বড়সড় দুর্ঘটনা এড়াল ট্রেনটি৷ রানাঘাট-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যহত৷ শিয়ালদহতেও একই ঘটনা ঘটেছিল৷

রবিবার সকালে ট্রেনে ড্রাইভারের কেবিনে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি উঠে পড়ে৷ চিৎকার, চেঁচামেচি শুরু করে দেয় সে৷ এতেই ড্রাইভারের মনোসংযোগ বিঘ্নিত হয়৷ নিয়ন্ত্রণ হারিয়ে স্টেশনের গার্ড ওয়ালে ধাক্কা মারে ট্রেন। এদিন সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট রেল স্টেশনে।

সূত্রের খবর, রবিবার সকালে প্রায় ৭টা ১৫মিনিট নাগাদ ডাউন বনগাঁ লোকাল যখন রানাঘাট স্টেশনে ঢুকছিল সেই সময় হঠাৎই এক মানসিক ভারসাম্যহীন যুবক ট্রেনের চালকের কেবিনে উঠে পড়ে৷ চালককে মারধর করা শুরু করলে ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে স্টেশনের গার্ড ওয়ালে ধাক্কা মারে।

এই ঘটনায় চালকের কামরা ও তার পিছনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রবিবার ছুটির দিনে যাত্রী কম থাকায় সেইভাবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে রানাঘাট রেল পুলিশ৷