আখচাষিদের জন্য ৮০০০ কোটি টাকার প্যাকেজ মোদী সরকারের


নয়াদিল্লী: কৃষক বিদ্রোহে চৈতন্য হল মোদী সরকারের৷ শেষ পর্যন্ত আখচাষিদের জন্য ৮০০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ খুব শীঘ্রই প্রধানমন্ত্রী এই প্যাকেজের ঘোষণা করবেন বলে সরকারি সূত্রে খবর৷

কিছুদিন আগেই লোকসভা উপনির্বাচনে কৈরানা কেন্দ্রে হেরেছে বিজেপি৷ কৈরানা লোকসভা কেন্দ্রটি পরছে উত্তরপ্রদেশের আখ উৎপাদন এলাকায়৷ সেখানে পরাজয় বিজেপির কাছে আগামী বছরের লোকসভা ভোটে অশনি সংকেত৷ সেটা বুঝেই আখচাষিদের ক্ষোভ মেটাতে সচেষ্ট মোদী সরকার৷
 
মোট ৮০০০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হবে৷ তার মধ্যে থাকবে ৩০ লাখ মেট্রিক টন আখ স্টোর করে রাখার ব্যবস্থা, ইথানল উৎপাদন বাড়ানো, চিনির দাম বাড়ানো সহ একগুচ্ছ পরিকল্পনা৷ আখচাষিরা সুগার মিল থেকে নেওয়া টাকাও যাতে সহজে মেটাতে পারেন এই প্যাকেজে সেই ব্যবস্থাও থাকবে৷

এই ৮০০০ কোটি টাকার মধ্যে ১২০০ কোটি টাকা খরচা ধরা হয়েছে স্টোরে আখ রাখার খরচা, সুদ ও বিমা সংক্রান্ত বিষয়ে৷ এর ফলে সুগার মিলগুলি তাদের কিছুটা গুছিয়ে নিতে পারবে ও ফের চাষিদের তাদের অংশ দিতে পারবে৷

স্টোরে আখ রাখার জন্য টাকা সরাসরি চাষিদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে বলেই সংবাদ সূত্রে খবর৷ অন্যদিকে, ৮০০০ কোটি টাকার মধ্যে ৪৪০০ কোটি টাকা খরচা হবে ইথানল উৎপাদন ও তা সংগ্রহে রাখার ক্ষমতা বৃদ্ধির জন্য৷

আখ থেকে ইথানল বানানোর জন্যও আলাদা করে খরচাও ধরা আছে এই প্যাকেজে৷ চিনির দাম ২৯ টাকা প্রতি কেজি রাখা হচ্ছে যাতে আখ চাষিরাও আখের জন্য ভালো দাম পান৷ ২১ মে থেকে লাগাতার আন্দোলন শুরু করেছেন আখচাষিরা৷

আগামী দুদিনের মধ্যেই মন্ত্রীসভার ক্যাবিনেট বৈঠকের পর এই নিয়ে প্যাকেজ ঘোষণা করতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ গোটা দেশে সুগার মিল থেকে প্রায় ২৩০০০ কোটি টাকা পাবেন আখচাষিরা৷ আগামী লোকসভা ভোটের অন্যতম উল্লেখযোগ্য রাজ্য উত্তরপ্রদেশে এই পরিমাণ প্রায় ১২৫০০ কোটি টাকা৷ শুধুমাত্র কৈরানা লোকসভা কেন্দ্রেও চাষিদের পাওনা প্রায় ৮০০ কোটি টাকা৷

ইতিমধ্যেই সুগারমিল মালিকদের কাছে চাষিদের পাওনা টাকার পরিমাণ দেখে আশঙ্কিত কেন্দ্র সরকার৷ এমনিতেই, দেশজুড়ে বিভিন্ন উপনির্বাচনে হার হচ্ছে কেন্দ্রের শাসক দলের৷ এরপর, বিভিন্ন রাজ্যে বিভিন্ন সমস্যায় শুরু হয়েছে কৃষক বিদ্রোহ৷ শেষ পর্যন্ত, আখচাষিদের ক্ষোভ ঠান্ডা করতে না পারলে আগামী বছরের লোকসভা নির্বচনে বড়সড় সমস্যার মুখে পরবে মোদীর বিজেপি, এটা পরিষ্কার৷