রেলের টিকিট বুকিংয়ে ডেবিট কার্ডে ছাড়


ট্রানজ্যাকশন চার্জ ছাড়াই এবার বুক করুন রেলের টিকিট৷ সুবিধাটি দিতে চলেছেন রেল মন্ত্রক (IRCTC)৷ তবে, তার জন্য টিকিট বুকিংয়ে ব্যবহার করতে হবে ডেবিট কার্ড৷ ট্যুইটারের মাধ্যমে কর্তৃপক্ষ জানান পুরো বিষয়টি৷ যাত্রীরা নেট-ব্যাংকিং, ই-ওয়ালেট এবং কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে রেলকে দিতে হত একটি চার্জ৷ কিন্তু, এটি ছিল পুরনো নিয়ম৷ যাত্রীদের সুবিধার কথা ভেবেই রেল নিয়ে এসেছে নতুন পদ্ধতিটি৷ বিশদ জানতে চোখ রাখুন সংস্থার ওয়েবসাইটে৷

IRCTC র ট্রেন টিকিট বুক করার বিষয়ে জেনে নিন কয়েকটি বিষয়-

১) একটি ইউজার আইডি ব্যবহার করে মাসে সর্বোচ্চ ছয়টি টিকিট বুক করা যাবে৷ রেল মন্ত্রক বিষয়টি নিয়ে বলেন, মাসে বারোটি টিকিটও বুক করতে পারেন যাত্রীরা৷ তবে, তার জন্য আধার ভেরিফিকেশনের প্রয়োজন পড়বে৷
২) ওপেনিং অ্যাডভান্স রির্সাভেশন পিরিয়ডে ইউজার দুটি টিকিট বুক করতে পারবেন৷ সময়কাল থাকছে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত৷

৩) টিকিট বাতিল করার জন্য রেল যাত্রীদের দিয়ে থাকে একটি অনলাইন কান্সেলেশন সিস্টেম৷ তবে, চূড়ান্ত পর্যায়ের চার্ট তৈরি হওয়ার আগে আবেদন করলেই টিকিট বাতিল সম্ভব হবে৷ রেলের এই চার্ট তৈরির কাজ আগের রাতে শেষ হয়৷
৪) অনলাইন টিকিট ডিপোসিট রিসিপ্টের সুবিধাও পাবেন যাত্রীরা৷
৫) রেল দফতর বিভিন্ন সময়ে টিকিটের মূল্যে ছাড় দিয়ে থাকে৷ ছাড়ের পরিমান ২৫-১০০ শতাংশ পর্যন্ত হতে পারে৷ এখন অবশ্য রেল মন্ত্রক বয়স্ক ব্যাক্তি এবং শারীরিক দিক থেকে অক্ষম ব্যাক্তিদের টিকিটে বিশেষ ছাড় দিয়ে থাকেন৷