পরের বছর নিজের রাজ্যেই পরীক্ষা দিতে পারবে নিট পরীক্ষার্থীরা


চেন্নাই: আগামী বছর অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা (নিট) দিতে আর রাজ্যের বাইরে যেতে হবে না পরীক্ষার্থীদের৷ এমনটাই জানালেন মানবসম্পদ উন্নয়ণ মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ তিনি জানিয়েছেন, চাহিদার ভিত্তিতে আরও অনেক পরীক্ষাকেন্দ্র চালু করা হবে৷ তাই পরীক্ষার্থীদের আর পরের বছর নিট পরীক্ষা দিতে রাজ্যের বাইরে যেতে হবে না৷

তিনি বলেন, ''পরের বছর পড়ুয়াদের আর দেশের অন্যান্য স্থানে যাওয়ার দরকার পড়বে না৷'' এই বছর তামিলনাড়ুর বেশ কিছু পড়ুয়াকে রাজ্যের বাইরে যেতে হয়েছিল নিট পরীক্ষা দিতে৷ সেই অভিযোগের ভিত্তিতেই প্রকাশ জাভড়েকর পড়ুয়াদের এই আশ্বাস দিয়েছেন৷

মানবসম্পদ উন্নয়ণ মন্ত্রী জানিয়েছেন, গত বছর ১০৭টি শহরে পরীক্ষাকেন্দ্র ছিল৷ তা বাড়িয়ে এই বছর ১৫০টি শহরে পরীক্ষাকেন্দ্র চালু করা হয়েছিল৷ আগামী বছর থেকে যে জেলায় ৪ হাজারের বেশি পরীক্ষার্থী থাকবে সেই জেলাতেই পরীক্ষাকেন্দ্র চালু করা হবে৷ সেই জেলার পরীক্ষাকেন্দ্র নিজের পরীক্ষার্থীদের পাশাপাশি, আশপাশের জেলার পরীক্ষার্থীদেরও জায়গা দেবে৷

এই বছরের নিট পরীক্ষায় তামিল ভাষার প্রশ্নপত্রে ভুল ছিল৷ সেই অভিযোগের ভিত্তিতে প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, তিনি এই ভুলের বিষয়ে জানেন না৷ তা সত্ত্বেও ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে ভালো ট্রান্সলেটর ব্যবহার করার আশ্বাস দিয়েছেন তিনি৷ তামিলের মত একই সমস্যার সম্মুখীন হয়েছিল বাংলা ভাষার পড়ুয়ারাও৷