চন্ডীগড়ে ধর্ষিতার মুখে অ্যাসিড জাতীয় তরল ছুড়ল দুষ্কৃতীরা


চন্ডীগড়: জুভেনাইল কোর্টে যাওয়ার পথে ধর্ষিতার উপর ছোড়া হল অ্যাসিড জাতীয় তরল পদার্থ৷ ঘটনাটি ঘটে চন্ডীগড়ে৷ আহত অবস্থায় ওই মেয়েটিকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ যদিও আঘাত গুরুতর নয় বলেই জানিয়েছে চন্ডীগড় পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷
 
পুলিশ জানিয়েছে, সোমবার জুভেনাইল কোর্টে ওই মেয়েটির ধর্ষণ মামলার শুনানি হওয়ার কথা ছিল৷ সেই মতো আদালতে যাচ্ছিল সে৷ পথে তার উপর হামলা হয়৷ ঘটনাটি ঘটে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের কাছে৷ দুই দুষ্কৃতী তার মুখে তরল জাতীয় কিছু ছোড়ে৷ আক্রান্ত ওই কিশোরীর বয়ান রেকর্ড করেছে পুলিশ৷

ওই মেয়েটির বয়ান অনুযায়ী, দুই যুবক বাইকে ছিল৷ তাদের মুখ হেলমেটে ঢাকা ছিল৷ তার মুখে তরল জাতীয় কিছু জিনিস ছোড়ার পর চোখে মুখে জ্বালা অনুভব করতে থাকে সে৷ এর পর তাকে সেক্টর ১৬র কাছে মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

ডাক্তাররা জানিয়েছেন, ওই কিশোরীর চিকিৎসা চলছে৷ তার শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই৷ অপরদিকে পুলিশ জানিয়েছে, মেয়েটির মুখ ওড়না দিয়ে ঢাকা ছিল৷ সম্ভবত সেই কারণে বড় ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছে সে৷ কী জাতীয় তরল পদার্থ তার মুখে ছোড়া হয়েছিল তা তদন্ত করে দেখছে পুলিশ৷

২০১৭ সালে ওই মেয়েটিকে ধর্ষণ করা হয়৷ অভিযুক্ত যুবক কাশ্মীরের বাসিন্দা৷ চন্ডীগড়ের বুরালি এলাকার একটি হোস্টেলে মেয়েটিকে ডেকে ধর্ষণ করে ওই যুবক৷ এমনটাই অভিযোগ৷