মোদী জমানায় আড়াই লক্ষ কোটি টাকা ঋণ মকুব হয়েছে শিল্পপতিদের, কৃষকরা কিছুই পায়নি, অভিযোগ রাহুলের


নয়াদিল্লি: নরেন্দ্র মোদী সরকার কৃষকদের স্বার্থ উপেক্ষা করেছে, কিন্তু প্রায় আড়াই লক্ষ কোটি টাকা ঋণ মকুব করে সাহায্য করেছে শিল্পপতিদের একটি ক্ষুদ্র গোষ্ঠীকে। অভিযোগ করলেন রাহুল গাঁধী।

কংগ্রেসের অন্যান্য পশ্চাত্পদ সম্প্রদায় (ওবিসি) শাখার কর্মীদের সভায় রাহুল দাবি করেন, যাঁরা আড়ালে থেকে কাজ করেন, তাঁরা কখনও উপকৃত হন না, তাঁদের পরিশ্রমের ফসল ভোগ করে অন্যরা। দক্ষ লোকজনের পুরস্কার নেই ভারতে। কৃষকরা কঠোর পরিশ্রম করেন, কিন্তু মোদীজীর অফিসে তাঁদের দেখা মিলবে না।

কংগ্রেস সভাপতি বলেন, ১৫ জন শিল্পপতিকে আড়াই লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু কৃষক কিছুই পায়নি। ঋণ মকুব হয়েছে ১৫ জনের জন্য, কিন্তু যে কৃষক আত্মহত্যা করেই যাচ্ছে, তার শিশুসন্তানরা কেঁদেই চলেছে।
ব্যাঙ্কগুলির অনুত্পাদক সম্পদ বেড়ে হাজার কোটি টাকা ছুঁয়েছে বলেও দাবি করেন তিনি।

ভারতে স্কিল বা দক্ষতার ঘাটতি রয়েছে, সরকারের এই অবস্থানকে চ্যালেঞ্জ করে রাহুল বলেন, এটা ঠিক নয়, কর্তাব্যক্তিরা বিষয়টা বুঝতে ব্যর্থ।