তোলাবাজির অভিযোগ, ফ্রিডম ২৫১ প্রস্তুতকারী সংস্থার মালিক মোহিত গোয়েল গ্রেপ্তার


দিল্লি : ধর্ষণের মামলা নিষ্পত্তির পরিবর্তে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ। গ্রেপ্তার রিংগিং বেলস কম্পানির ডিরেক্টর মোহিত গোয়েল। রিংগিং বেলসই বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন বাজারে আনার কথা ঘোষণা করেছিল। মোহিত গোয়েল ছাড়া আরও দু'জনকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০১৬ সালে বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন ফ্রিডম ২৫১ বাজারে আনার কথা ঘোষণা করেছিল রিংগিং বেলস। ফোনের দাম ঠিক হয়েছিল মাত্র ২৫১ টাকা।

গতবছরের শুরুতে জালিয়াতির অভিযোগে তিনমাসের বেশি সময় জেল খেটেছিলেন মোহিত গোয়েল। তবে, পরে এলাহাবাদ হাইকোর্ট থেকে তিনি জামিন পেয়ে যান।

গাজ়িয়াবাদের একটি সংস্থার অভিযোগের ভিত্তিতে মোহিত গোয়েলকে গ্রেপ্তার করা হয়। মোহিতের বিরুদ্ধে ১৬ লাখ টাকার প্রতারণার অভিযোগ আনে সংস্থাটি।