খৈনি বন্ধ করার কথা ভাবছে বিহার সরকার


পটনা: মদ ও গুটখা বন্ধ হয়েছে আগেই। এবার খৈনি বন্ধের পথে হাঁটতে চলেছে বিহার সরকার। রাজ্য ঠিক করেছে, কেন্দ্রীয় সরকারকে তারা চিঠি লিখে খৈনিকে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্টের আওতায় খাবারের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করবে।

বিহারের স্বাস্থ্য দফতরের মুখ্য সচিব সঞ্জয় কুমার বলেছেন, ওই আইন অনুযায়ী যদি কোনও খাবারে তামাক ও নিকোটিনের অস্তিত্ব থাকে, তবে তা নিষিদ্ধ ঘোষণা করা হবে। কিন্তু ওই আইনের তালিকা অনুযায়ী খৈনি খাদ্য হিসেবে গণ্য নয়। যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ তা নিষিদ্ধ করা যাবে না। তাই এবার তাঁরা কেন্দ্রকে চিঠি লিখবেন, যাতে খৈনিকে খাদ্যতালিকায় ঢোকানো যায়, তাহলে তা নিষিদ্ধ করা সম্ভব হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার খৈনি নিষিদ্ধ করার দাবি করেছেন, তাঁদের বক্তব্য, শুধু গ্রহীতার স্বাস্থ্য নয়, সমাজের ওপরেও এর ক্ষতিকর প্রভাব পড়ে। রাজ্য সরকার মদ নিষিদ্ধ করায় আরও জোরালো হয় তাঁদের দাবি।