একমাসে ৪২ কোটি জরিমানা রেলে


রেকর্ড সংখ্যক জরিমানায় ভরল রেলের ভাঁড়ার। আর্থিক সমস্যায় ধুঁকতে থাকা ভারতীয় রেলের নয়া নজির। চলতি বছরের এপ্রিল থেকে মে মাসের মধ্যে যাত্রীদের থেকে জরিমানা বাবদ বিপুল অর্থ আয় করেছে রেল। শুধু জরিমানার খাতে জমা পড়া এই টাকার অঙ্ক রেলের ইতিহাসে রেকর্ড।

রেল সূত্রে খবর, গত এক মাসে যাত্রীদের জরিমানা বাবদ রেলের মোট আয় ৪২ কোটি ১৫ লক্ষ টাকা। সাম্প্রতিক সময়ে রেলে ৭ লক্ষ ৫৯ হাজার কেস ফাইল হয়েছে। অভিযুক্ত যাত্রীদের থেকে জরিমানা বাবদ আয় হয়েছে প্রায় সাড়ে ৪২ কোটি টাকা। জরিমানা খাতে এই এক মাসে রেলের আয় বৃদ্ধি হয়েছে প্রায় ৪.৭০ শতাংশ।

মূলত বিনা টিকিটের যাত্রী ও ট্রেনে ভ্রমণের সময় মাত্রাতিরিক্ত লাগেজ বহনের অভিযোগের খাতেই এই জরিমানার সিংহভাগ অর্থ আয় করেছে রেল। এছাড়া রিজার্ভেশন বাতিলের চার্জ বা টিকিট বদল থেকেও এই উল্লেখ্য সময় লাভ করেছে রেল। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এই খাতে মধ্য রেলের আয়ের অঙ্ক ১২ লক্ষ ৭৭ হাজার টাকা। গত বছরে এইসময়ে জরিমানা থেকে রেলের আয়ের পরিমাণ ছিল ৪১ কোটি ২২ লক্ষ।