সাড়ে তিন লক্ষ টাকার বুকের দুধ বেচলেন এই মহিলা


সদ্যজাত শিশুদের জন্যে বুকের দুধ এর বিকল্প কিছু হতে পারে না। অনেক মায়েদের বাচ্চাদের খাওয়ানোর পরও দুধ বেচে যায়। আবার কিছু মায়েদের রোগ জনীত কারণে বাচ্চারা বুকের দুধ-ই পায়না। অনেক মায়েদের দেখা গেছে তারা অন্যের বাচ্চাকে প্রয়োজনে দুধ পান করাচ্ছেন। কিন্তু মায়ের দুধ বিক্রি করার কথা খুব একটা শোনা যায় না।

র‍্যাফেলা ল্যামপ্রাউ। বাস করেন সাইপ্রাসে। তিনি নিজের বুকের দুধ বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন।

ল্যামপ্রাউ-এর বাচ্চা অ্যানজেলোর বয়স যখন সাত মাস, তখন তিনি বুঝতে পারেন তার সন্তানকে দুধ পান করানোর পরেও অতিরিক্ত দুধ থেকে যাচ্ছে। তখনই ল্যামপ্রাউ সেই বেচে যাওয়া দুধ দান করে দেন তাঁদের কাছে, যাঁদের বাচ্চা পর্যাপ্ত দুধ পায়না।

এভাবে কিছু দিন চলার পর ল্যামপ্রাউ জানতে পারেন বডি বিল্ডারদের কাছে নাকি মায়েদের বুকের দুধের চাহিদা অনেক বেশি। কারণ মায়েদের বুকের দুধ পান করলে তাড়াতাড়ি মাসল্‌স বিল্ড হয়। তারা মাতৃদুগ্ধ কিনে পান করেন। তেমনই কিছু বডি-বিল্ডারের সঙ্গে যোগাযোগ হয় ল্যামপ্রাউয়ের। প্রতিদিন দু-লিটার নিজের দুধ তাঁদের কাছে বিক্রি করতে শুরু করেন তিনি। এখন পর্যন্ত ল্যামপ্রাউ ৪৫০০ ইউরো ইনকাম করেছেন ৫০০ লিটার বুকের দুধ বিক্রি করে। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা।

ল্যামপ্রাউয়ের নিজেস্ব ওয়েব সাইট আছে। তিনি তার স্বামী এ্যালেক্স ও দুই সন্তান নিয়ে সুখের সংসার করছেন।

যদি পোস্টটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং হলুদ বাটনে ক্লিক করে ফলো করতে ভুলবেন না।