লক্ষ্য কিষেণজির মৃত্যুর বদলা! মমতার ঘুম কেড়ে নিতে তৈরি হচ্ছে মাওবাদীরা


কিষেণজির মৃত্যুর মদলা নিতে তৈরি হচ্ছে মাওবাদীরা। তাদের তিনটি গোষ্ঠী একত্রিতও হয়েছে। মাঝে মধ্যে তারা অযোধ্যা পাহাড় কিংবা বেলপাহাড়িতেও আসছে। বহরমপুরে এমনটাই বললেন সিআরপিএফ-এর ডিআইজি ডিএস লাখ্যা।

বুধবার ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার গালুডির কাছে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে মারা যান পশ্চিমবঙ্গের বাসিন্দা সিআরপিএফ জওয়ান নির্মল ঘোষ। তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাত করতে মুর্শিদাবাদ গিয়েছিলেন সিআরপিএফ-এর ডিআইজি।

মুর্শিদাবাদের বেলডাঙা থেকে ফিরে বহরমপুরে সিআরপিএফ-এর ডিআইজি লাখ্যা জানিয়েছেন, কিষেণজির মৃত্যুর পর মানস ও বিকাশ যৌথভাবে পশ্চিমবঙ্গে মাওবাদীদের দায়িত্ব পালন করছে। নেটওয়ার্ক তৈরি করতে মাঝে মধ্যেই তারা বাংলায় ঢুকছে। যাচ্ছে বেলপাহাড়ি, অযোধ্যা পাহাড়ের বিভিন্ন জায়গায়। দলে রয়েছে ১৫ থেকে ১৬ জন সদস্য। কিন্তু কোথাও বেশিদিন থাকছে না।

সিআরপিএফ-এর ডিআইজি লাখ্যা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে থাকা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় পাঁচটি ব্যাটালিয়ান রয়েছে। তারাই মাওবাদীদের গতিবিধির ওপর নজর রাখার কাজ করছে।