দিল্লিতে ঢুকে ভয়াবহ বিস্ফোরণের ছক কষেছিল আইএস জঙ্গি


নয়াদিল্লি: দিল্লিতে বড়সড় বিস্ফোরণের পরিকল্পনা বানচাল করলেন ভারতীয় গোয়েন্দারা৷ এই বিস্ফোরণের পরিকল্পনা করেছিল আইএস৷ ইসলামিক স্টেট বা আইএসের পরবর্তী নিশানা ছিল ভারতের রাজধানী৷ সেই তথ্য আগেই পেয়েছিলেন গোয়েন্দারা৷

এরপর সেনা সূত্রে খবর মেলে বেশ কয়েকজন সন্দেহভাজন আইএস জঙ্গি দিল্লিতে প্রবেশ করেছে৷ শুধু তাই নয়, লাজপত নগর এলাকায় তারা ঘাঁটিও তৈরি করেছে বলে জানতে পারেন তাঁরা৷ এই সূত্র যাচাই করতে শুরু হয় তল্লাশি৷ সেনাবাহিনীর সূত্র উদ্ধৃত করে এখবর জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস৷

একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র হিসেবে সন্দেহভাজন আইএস জঙ্গি লাজপত নগরে ঘর ভাড়া করে৷ এরপর সে যোগাযোগ করে একজন ভারতীয় বিস্ফোরক সরবরাহকারীর সঙ্গে৷ যে তাকে বিস্ফোরণের মালমশলা ও নানা সরঞ্জাম যোগাড় করে দেয়৷ এই জঙ্গি ২০১৭ সালে একবার ভারতীয় গোয়েন্দাদের হাতে ধরা পড়েছিল৷ তারপর সে আফগানিস্তান পালিয়ে যায়৷

গোয়েন্দা সূত্রে খবর এই গোটা পরিকল্পনার মূল মাথা এই ব্যক্তিই৷ পরিকল্পনার কথা জানতে পেরেই ভারতীয় গোয়েন্দারা দুবাই, নয়াদিল্লি ও আফগানিস্তানের বিভিন্ন জায়গায় তল্লাশি চালান৷ জানা যায় ১২ জন আইএস জঙ্গির একটি দল পাকিস্তানে প্রশিক্ষণ নিচ্ছে৷ সেখান থেকে ভারতে অনুপ্রবেশের পরিকল্পনা রয়েছে তাদের৷ এরাই নয়াদিল্লিতে বিস্ফোরণের ছক কষেছে৷

যে ব্যক্তি লাজপত নগরে ঘর ভাড়া নেয়, সে মূলত আফগানিস্তানের বাসিন্দা৷ বছর কুড়ির এই যুবককে সেখান থেকেই ভারতে পাঠানো হয় পরিস্থিতি খতিয়ে দেখার জন্য৷ তারপর সুযোগ বুঝে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তার৷ এই জন্য একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভরতিও হয়েছিল সে৷ এমনকি ঘর ভাড়া নেওয়ার আগে, সে ওই কলেজের হস্টেলেই থাকত৷

প্রায় ১৮ মাস ধরে ওই যুবকের ওপর কড়া নজর রাখছিলেন গোয়েন্দারা৷ তারা জানিয়েছেন ২৪ ঘন্টা ওই যুবকের ওপর নজরদারি চলত৷ গোয়েন্দারা জানতে পারেন, ব্রিটেনে ম্যানচেস্টারে যে বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, এই বিস্ফোরণের জন্যও একই বিস্ফোরক ব্যবহার করতে চলেছে জঙ্গিরা৷

গোয়েন্দাদের প্রথম সন্দেহ হয় যখন ওই যুবকের অ্যাকাউন্টে আফগানিস্তান থেকে ৫০ হাজার ডলার ঢোকে৷ এরপরেই সন্দেহ বাড়ে গোয়েন্দাদের৷ ওই জঙ্গি দিল্লি বিমানবন্দর, বসন্ত কুঞ্জের শপিং মল, আনসাল প্লাজা মলে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল৷

এরআগে, গত বছরই দিল্লিতে হামলার পরিকল্পনার অভিযোগে চার সন্দেহভাজন ইসলামিক স্টেট জঙ্গিকে আটক করে পুলিশ। উত্তরখণ্ড থেকে তাদের আটক করা হয়৷ পুলিশ আধিকারিকরা জানান, ধৃত যুবকরা রাজধানীতে হামলা ছাড়াও উত্তরপ্রদেশের হরিদ্বারের কুম্ভমেলায় হামলার ছক কষছিল৷