২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে ফাইন! রেলে চড়ার আগে সাবধান


মম্বই: রেলওয়ে চত্বরে প্লাস্টিক ব্যবহারের জন্য জরিমানা হতে পারে ২৫,০০০ টাকা পর্যন্ত৷ এমনই একটি নির্দেশিকা আনতে চলেছে রেলমন্ত্রক৷ তবে, বিষয়টিতে এখনও পর্যন্ত সম্মতি দেয়নি মহারাস্ট্রের পরিবেশ মন্ত্রক৷ গত ২৩ জুন থেকে প্লাস্টিক ব্যবহারকে নিষিদ্ধ করেছে মহারাস্ট্র সরকার৷

পরে, সরকার নিষিদ্ধকরণের সময়সীমাকে বাড়িয়েছে তিন মাস পর্যন্ত৷ তবে, সেটি শুধুমাত্র খুচরা ব্যবসায়ীদের জন্যই৷ ৫০ মাইক্রনের বেশি প্লাস্টিক ব্যবহারের উপরেই নিষেদ্ধাজ্ঞাটি জারি করা হয়েছে৷ কেন্দ্রীয় রেলমন্ত্রক জানিয়েছে, প্রথমবার ভুলের জন্য অপরাধীদের জরিমানা করা হবে পাঁচ হাজার টাকা৷ দ্বিতীয়বার একই ভুলের জন্য দশ হাজার এবং তৃতীয়বারে পঁচিশ হাজার টাকা জরিমানা এবং তিন মাস পর্যন্ত জেল হতে পারে৷

রেল কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে ব্যান হওয়া প্লাস্টিক দ্রব্যাদির তালিকা এবং নিষিদ্ধকরণ প্রক্রিয়া বাস্তবায়ণের পরিকল্পনা সর্ম্পকে জানতে চেয়েছে৷ রিপোর্ট অনুযায়ী, রেলওয়ে চত্বরে প্লাস্টিক নিষিদ্ধকরণের প্রক্রিয়াটি বাস্তবায়নের জন্য সরকারের সম্মতির জন্য অপেক্ষারত পশ্চিম রেলমন্ত্রক৷ ইতিমধ্যেই যাত্রীদের প্লাস্টিক ব্যবহার থেকে বিরত রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ৷ ছোট দোকানগুলি যাতে প্লাস্টিক ব্যবহার না করতে পারে, সেদিকেও নজর রাখছে রেল দফতর৷