পুরনো স্মার্টফোন বিক্রি করবেন? দেখে নিন একনজরে


নিত্যদিনই মার্কেটে পুরনো স্মার্টফোনগুলিকে রিপ্লেস করে চলেছে আপডেটেড ভার্সানগুলি৷ নতুন সিকুয়েল আসার সঙ্গে সঙ্গেই বাজার পড়ছে পুরনো মডেলগুলির৷ ফোনগুলির(নতুন) আপডেটেড ফিচারই আকর্ষণের কারণ৷ কিন্তু, পুরনো ফোনগুলি অনেকের কাছেই হয়ে ওঠে মাথাব্যাথার কারণ৷ তবে, এখন প্রযুক্তিকে ব্যবহার করেই মিলেছে সমাধান৷ থাকল সেই রকমই কিছু হদিশ৷

১)Cashify- বহুল ব্যবহৃত ওয়েবসাইটগুলির মধ্যে Cashify অন্যতম৷ যেখানে ইউজার নিজের পুরনো ইলেকট্রনিক্স ডিভাইস বিক্রি করতে পারবেন একেবারে নায্যমূল্যে৷ কিছু তথ্যের বিনিময়ে সংস্থা পুরনো ফোনটির দাম নির্ধারণ করবে৷ ফোনটিকে অবশ্যই থাকতে হবে 'ওয়ার্কিং কন্ডিশনে'৷ নতুবা ফোনটির দাম কমার সম্ভাবনা থাকছে৷

২)ShopClues-কেনাবেচার জন্য বেশ জনপ্রিয় ওয়েবসাইটটি৷ ট্রুথব্রাস থেকে ইলেকট্রনিক্স ডিভাইস ইউজার সবকিছুই পেয়ে যাবেন এক ক্লিকে৷ কিন্তু, খুব কম ইউজার জানেন সাইটি পুরনো স্মার্টফোন বিক্রির জন্য হতে পারে একটি বিশ্বস্ত প্ল্যাটর্ফম৷ মাত্র দুমিনিটেই সেল করতে পারবেন নিজের পুরনো ডিভাইসিটি৷ তবে, বিক্রির আগে দিতে হবে ফোনটির বিষয়ে বেশ কিছু তথ্য৷

৩)Budli-ভালো দামে নিজের স্মার্টফোন বিক্রি করতে চাইলে ট্রাই করতে পারেন সাইটটি৷ সংস্থাটি জোট বেঁধেছে ই-কর্মাস সংস্থা আমাজন, ফ্লিপকার্ট, ই-বের সঙ্গে৷ স্মার্টফোন ছাড়াও ইউজার ব্যবহৃত ল্যাপটপ এবং ট্যাবলেটও বেচতে পারবেন ভালো দামে৷ মডেলটির নাম, দাম সহ আপডেট করুন অ্যাডভার্টাইসমেন্টটিকে৷ সংস্থার কর্মী ইউজারের দেওয়া লোকেসন থেকে নিয়ে আসবে ডিভাইসটি৷

৪)Moswap-শুধুমাত্র স্মার্টফোন বিক্রিতেই নয়, সাইটটি সাহায্য করবে অন-গোয়িং সেলগুলির বিষয়ে জানতেও৷ মডেলটির কোড নম্বর দিয়ে ইউজার পেয়ে যাবেন মডেলটির সঠিক দাম৷ চারটি অপসন থাকবে৷ ফোনটির কনডিশন অনুযায়ী বেছে নিন প্রয়োজনীয় অপসনটি৷ ফ্রি-পিক আপের সুবিধা দিয়ে থাকে ওয়েবসাইটটি৷