অসুরক্ষিত যৌন জীবন? হতে পারে এই সব ভয়ঙ্কর যৌন রোগ…


খাওয়া–ঘুমের মতই স্বাভাবিক একটি শারীরবৃত্তীয় ক্রিয়া যৌন জীবনযাপন| কিন্তু যৌনতা বা যৌনরোগ নিয়ে অকারণ ভীতি, অজ্ঞতা বা সংকোচ এখনও আমাদের মধ্যে প্রচন্ড। কারণ, স্কুলে যৌন জীবনের পাঠ নেই| পরিবারে সবার সামনে এইসব নিয়ে মুখ খোলা মানা| তাই নিজের অজ্ঞানতা ঢাকতে প্রায়ই নানা ভুল করি আমরা| আর বিপদে পড়লে শরণ নিই হাতুড়ে ডাক্তারের| ফলাফল, যৌনরোগ থেকে ক্যান্সার, অন্ধত্ব, সন্তানের জন্মগত ত্রুটি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। সাম্প্রতিক বেশ কয়েকটি গবেষণায় পাওয়া তথ্য বলছে, পৃথিবী জুড়েই বাড়ছে যৌনরোগের প্রকোপ। প্রতি বছর বিশ্বজুড়ে অন্তত ২ কোটি মানুষ যৌনরোগে আক্রান্ত হন। এদের মধ্যে প্রায় ১ কোটি আক্রান্তের বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে। আসুন এ সম্পর্কে কিছু জরুরি তথ্য জেনে নিন…

১. এইচপিভি (HPV) বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এমন এক ধরনের ভাইরাস যা যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায়| এবং এই ভাইরাস বেশ কয়েক ধরনের ক্যান্সারের জন্য দায়ী। অসুরক্ষিত যৌন সম্পর্ক থেকে আসা এই ভাইরাস উপসর্গ ছাড়াই বছরের পর বছর থাকতে পারে আমাদের শরীরে।

২. ডাক্তারবাবুরা নিরাপদ শারীরিক সম্পর্কের জন্য কনডোম ব্যবহারের পরামর্শ দেন| জানেন জি, সেটাও ১০০ ভাগ সুরক্ষিত নয়! কেবলমাত্র তরলের মাধ্যমে ছড়ায় এই ধরনের যৌনরোগ থেকে কনডোম সুরক্ষা দিতে পারে। যেমন, গনোরিয়া, ক্ল্যামাইডিয়া বা এইচআইভি। কিন্তু ত্বকের সংস্পর্শে ছড়ায় যে সমস্ত যৌনরোগ যেমন সিফিলিস, হার্পিস এবং এইচপিভিকে আটকাতে পারে না কনডোম।

৩. বেশির ভাগ মানুষ মনে করেন, শুধুমাত্র শারীরিক সম্পর্কের মাধ্যমেই যৌনরোগ ছড়ায়। কিন্তু বাস্তবে টা নয়| যৌনরোগ সম্পর্কে এটি হল সবচেয়ে বড় ভুল ধারণা। হার্পিস বা জেনিটাল ওয়ার্ট ত্বকের সংস্পর্শের মাধ্যমেও ছড়াতে পারে। আবার ওরাল সেক্স থেকেও ছড়ায় একাধিক রোগ| মুখের ক্যানসার এর মধ্যে অন্যতম|

৫. বেশির ভাগ যৌনরোগই উপযুক্ত চিকিৎসায় সম্পূর্ণ সেরে ওঠে। কিন্তু চিকিৎসায় অবহেলা করলে তা ভবিষ্যতে এইচআইভির ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যাঁদের সিফিলিস, গনোরিয়া বা হার্পিস হয় তাঁদের ক্ষেত্রে এই ঝুঁকি অনেকটাই বেশি।

৬. যৌনাঙ্গ থেকে তরল নিঃসৃত হওয়া, মূত্রে জ্বালা ভাব, শারীরিক সম্পর্কের সময়ে ব্যথা বা রক্তপাত, তলপেটে ব্যথা, মলদ্বার দিয়ে রক্তপাত এবং গলায় সংক্রমণ… এই সব উপসর্গের কোনওটি দেখলে অবশ্যই যৌনরোগের পরীক্ষা করান, চিকিত্সকের পরামর্শ নিন। কারণ, এগুলি যৌনরোগের প্রধান কিছু উপসর্গ।

অবশ্যই মেনে চলুন

১. নিয়মিত শারীরিক সম্পর্কে জড়িত থাকলে বছরে অন্তত একবার পরীক্ষা করান উচিৎ।

২. রোজ নিত্য নতুন কন্ডম ব্যবহার করবেন না|

৩. শারীরিক সম্পর্কের আগে ও পরে ভালো করে যোনিদ্বার পরিষ্কার করে নিন|

৪. ঘন ঘন সঙ্গী পাল্টাবেন না|

৫. যৌন উত্তেজনা বা লিঙ্গ বাড়াতে হাতুড়ে ডাক্তারের কাছে যাবেন না| এতে বিপদ আরও বাড়বে|