সচিন-সৌরভের ক্লাবে পা রাখলেন ধোনি


লর্ডস: ২০০৪ সালে রাঁচি থেকে ভারতীয় ক্রিকেটের আঙিনায় পা রেখেছিলেন৷ তারপর শেষ একদশকের বেশি সময় ধরে ক্রিকেটের একের পর এক রেকর্ড ভেঙেছেন এবং গড়েছেন৷ শনিবার ইংল্যান্ড বনাম ভারতের চলতি ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজের গড়া রেকর্ডবুকে যোগ করলেন নতুন আরেক রেকর্ড৷ ভারতের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এবং বিশ্বের দ্বিতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে তে ১০,০০০ রান পূর্ন করলেন মহেন্দ্র সিং ধোনি৷ ১০,০০৪ হাজার রান পূর্ণ করতে ধোনি খেলেছেন মোট ৩২০টি ম্যাচ৷

ধোনির আগে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড একমাত্র ছিল শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সঙ্গাকারার৷ ওয়ান ডে-র মোট ৪০৪ ম্যাচে ১৪,২৩৪ রানের রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার উইকেট কিপার ব্যাটসম্যানের৷ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সঙ্গাকারার পরেই থাকলেন ধোনি৷ ২০১৭ সালের জুলাই মাসে অ্যাডাম গিলক্রিস্টকে(ওয়ান ডে ৯,৪১০ রান)টপকে যান প্রাক্তন ভারত অধিনায়ক৷ শনিবার ৩৩ রান করার মুহূর্তেই ওয়ান ডে তে ১০,০০০ রানের মাইল স্টোন স্পর্শ করেন ধোনি৷ ধোনির আগে যে তিনজন ভারতীয় ব্যাটসম্যান ১০০০০ রানের মাইলস্টোন ছুঁয়েছেন তাঁরা হলেন, সচিন তেন্ডুলকার(১৮, ৪২৬ রান ওয়ান ডে , ম্যাচ-৪৬৩), সৌরভ গঙ্গোপাধ্যায়(১১,৩৬৩ রান, ওয়ান ডে, ম্যাচ-৩১১) রাহুল দ্রাবিড়(১০, ৮৮৯ রান, ওয়ান ডে, ম্যাচ-৩৪৪)৷ বিশ্বের ১২ নম্বর ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়েন 'মিস্টার কুল'৷