ভাগীরথীর নির্জন চর থেকে উদ্ধার কঙ্কাল


ভাগীরথীর নির্জন চর থেকে মানুষের কঙ্কাল ও মাথার খুলি উদ্ধার করল পুলিশ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার নবদ্বীপে৷ ২ জনকে গ্রেপ্তার করেছে নবদ্বীপ থানার পুলিশ৷ ধৃতেদের বাড়ি পূর্ব বর্ধমানে৷ প্রাথমিক তদন্তে অনুমান, বিভিন্ন হাসপাতালে কঙ্কাল পাচার করত ধৃতরা৷ কঙ্কালকাণ্ডের তদন্তে নেমেছে পুলিশ৷

এ বঙ্গের পূণ্যভূমি নদিয়ার নবদ্বীপ৷ ভাগীরথী নদের পশ্চিমপাড়ে নদিয়ার এই শহরে জন্মেছিলেন চৈতন্য মহাপ্রভু৷ ভক্তিবাদী আন্দোলনের পীঠস্থান নবদ্বীপে মিলল মানুষের কঙ্কাল ও মাথার খুলি৷ শহর লাগোয়া ভাগীরথী নদের নির্জন চর নিদয়া৷ রাত-বিরেতে তো প্রশ্নই নেই, দিনের আলোতেও এই চরে সচরাচর কেউ যান না৷ গোপনসূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে নিদয়ার চরে অভিযান চালায় নবদ্বীপ থানার পুলিশ৷ আটক করা হয় একটি নৌকা৷ পুলিশের দাবি, নৌকায় দু'টি ব্যাগ পাওয়া গিয়েছে৷ একটি ব্যাগে ছিল মানুষের কঙ্কাল, মাথার খুলি৷ আর একটিতে ছুরি, গ্যাস ওভেন-সহ কঙ্কাল পরিষ্কার করার নানা সরঞ্জাম৷ তাপস পাল, কার্তিক ঘোষ নামে দু'জনকে গ্রেপ্তার করেছে নবদ্বীপ থানার পুলিশ৷ তাদের বাড়ি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে৷

কিন্তু, মানুষের কঙ্কাল ও মাথার খুলি এল কোথা থেকে? ভাগীরথীর নির্জন চরে কঙ্গাল ও হাড়গোড় আনাই বা হয়েছিল কেন? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাতের অন্ধকারে নির্জন চর থেকে নৌকা করে কঙ্কাল ও হাড়গোড় পাচারের ছক কষেছিল ধৃতরা৷ ঘটনার তদন্তে নেমেছে নবদ্বীপ থানার পুলিশ৷ এদিকে বুধবার সকালে ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নবদ্বীপ শহরে৷