গ্রুপ-ডি কর্মীদের জন্য রাজ্য সরকারের বিরাট সুখবর, কোনও পরীক্ষা ছাড়াই মিলবে এই সুযোগ


কলকাতা: রাজ্য সরকারের বিভিন্ন দফতরে গ্রুপ ডি পদে কর্মরত কর্মীদের জন্য সুখবর ৷ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সৌজন্যে দারুণ সুযোগ পেতে চলেছেন গ্রুপ ডি কর্মীরা ৷ একটা নির্দিষ্ট বয়সের পর বেতনবৃদ্ধি বা পদোন্নতির জন্য এবার থেকে দিতে হবে না কোনও পরীক্ষা ৷

শুক্রবার একটি নির্দেশিকা জারি করে রাজ্য সরকার ৷ সেখানে জানানো হয়, পঞ্চাশোর্ধ গ্রুপ ডি কর্মীদের বিশেষ সুযোগ দিতে চলেছে রাজ্য ৷ বয়স পঞ্চাশ হলেই পদোন্নতি বা বেতন বৃদ্ধির জন্য আর কোনও পরীক্ষায় বসতে হবে না গ্রুপ ডি কর্মীদের ৷

এতদিন টাইপ টেস্ট, কম্পিউটার নলেজ টেস্টের মতো পরীক্ষায় উত্তীর্ণ হলেই পদোন্নতি এবং বেতন বৃদ্ধি হত গ্রুপ ডি কর্মীদের ৷ এবার থেকে পঞ্চাশোর্ধ কর্মীদের এই ব্যবস্থা থেকে অব্যহতি দিল সরকার ৷ স্বভাবতই এই খবরে আনন্দিত গ্রুপ-ডি কর্মীরা ৷