কোহলিকে কী পরামর্শ দিলেন সৌরভ?


টি টোয়েন্টি সিরিজে জয়ের পর ওয়ানডে সিরিজেও ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকেই এগিয়ে রাখছেন সৌরভ গাঙ্গুলি। তবে মরগ্যান, রুটরা খুব ফাইটস দেবেন বলেই সৌরভ মনে করেন। ইংল্যান্ডে ব্যাট ও বল হাতে সফল সৌরভের মতে, পছন্দের তিন নম্বর জায়গা ছেড়ে ভারতীয় ব্যাটিংকে 'গভীরতা' বাড়াতে কোহলির উচিত্ চার নম্বরে ব্যাটিং করা। এতে ভারতের ব্যাটিং আরও শক্তিশালী হবে। টি টোয়েন্টির মত লোকেশ রাহুলকে তিন নম্বরে দেখতে চাইছেন সৌরভ।

দাদা বলছেন, "যদি আপনি টি-টোয়েন্টি সিরিজের দিকে নজর দেন, তাহলে দেখতে পাবেন ভারতীয় দলের ব্যাটিং লাইন-আপ একদম ঠিকঠাক ছিল। রাহুল তিন নম্বরে আর বিরাট চার নম্বরে ব্যাটিং করায় কোনও সমস্যা হয়নি। আমার মনে হয় একদিনের সিরিজেও ভারতের ব্যাটিং লাইনআপ এমনই হওয়া উচিত্। বিরাট নিজেও হয়তো চার নম্বরেই ব্যাট করবে।''

টি টোয়েন্টির থেকে ওয়ানডে-তে ইংল্যান্ডের রেকর্ড অনেক ভাল। ক দিন আগেই অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ৫-০ হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। দল হিসেবও ইয়ন মরগ্যানরা ওয়ানডে-তে ভাল দল। তবে ভারতও কম যায় না। ভারতীয় স্কোয়াডে এত সব তারকার ভিড়, প্রথম একাদশ বাছাটাই সমস্যা।

খুব সম্ভবত নটিংহ্যামে রায়নাকে দলের বাইরে রাখা হবে। রোহিত শর্মা-শিখর ধাওয়ান ওপেন করবেন। তিনে নামবেন লোকেশ রাহুল। চারে কোহলি। তারপর শ্রেয়স আয়ার, ধোনি, হার্দিক। দুই স্পিনার হিসেবে থাকছেন কুলদীপ-চাহাল। দুই পেসার ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদব। নটিংহ্যামের পিচে বড় রানই হতে চলেছে। ভারতের সবচেয়ে বড় ভয় ইংল্যান্ডের উইকেটকিপার জোস বাটলারের ফর্ম। বাটলার একাই প্রতিপক্ষকে উড়িয়ে দিচ্ছেন।