জালালাবাদে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১২


আফগানিস্তানের জালালাবাদে মঙ্গলবার এক আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু। বিস্ফোরণের দায় নেয় ইসলামিক স্টেটের জঙ্গিরা। 

পুলিশ সূত্রে খবর, একটি পেট্রল পাম্পের সামনে এদিন বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাস্থলেই নিহত হন গোয়েন্দা সংস্থার কর্তব্যরত দুই অফিসার। বাকিরা সাধারণ নাগরিক।

প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি জানান, নিহত ১০ সাধারণ নাগরিকের অধিকাংশই শিশু। পেট্রলপাম্পের সামনে গাড়ি ধোওয়ার কাজ করত দুঃস্থ পরিবারের ওই শিশুরা। বিস্ফোরণে ছিন্নবিছিন্ন হয়ে যাওয়ায়, নিহত শিশুদের এখনও শনাক্ত করা যায়নি।

ওই পেট্রলপাম্পের সামনে পার্কিং করে রাখা আটটি গাড়িও সম্পূর্ণ ঝলসে গিয়েছে। 

সংবাদ সংস্থা Amaq এজেন্সি মারফত্‍‌ বিবৃতি দিয়ে ঘটনার দায় স্বীকার করে ইসলামিক স্টেট। তাদের দাবি, পেট্রলপাম্পের সামনে গোয়েন্দা অফিসারদের জটলাকেই টার্গেট করা হয়েছিল। আত্মাঘাতী বোমারুর শরীরে ছিল বিস্ফোরক জ্যাকেট।

জানা গিয়েছে, এই বিস্ফোরণে আরও ৫ জন জখম হয়েছেন। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিত্‍‌সা চলছে। 

গত সপ্তাহে এই জালালাবাদেই সংখ্যালঘু শিখদের টার্গেট করে হামলা চালিয়েছিল ইসলামিক স্টেট। মৃত্যু হয় ১৩ জনের।