রকেট গতির ইন্টারনেট পরিষেবা দিতে এবার এয়ারটেল আনছে Pre-5G


কলকাতা: একটা সময় ছিল যখন মোবাইলে ডেটা কিছুটা বেশি পেতে পকেট প্রায় ফাঁকা হয়ে যেত গ্রাহকদের ৷ কিন্তু দিনকাল বদলেছে ৷ এখন দেশের সর্বত্র ডেটার ছড়াছড়ি ৷ সস্তায় ফোর জি ইন্টারনেট উপলব্ধ হওয়ায় এখন স্মার্টফোন ব্যবহারের মাত্রাও ভারতে অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে ৷

২জি বা ৩জি ভুলে এখন সবারই পছন্দ ৪জি ৷ আর শুধু তাতেই নয় ৷ বাজারে এখন 'ইন' VoLTE ৷ কিন্তু তাতেও কী সমস্যা মিটেছে ? উত্তরটা হয়তো, না ৷ কারণ এখনও বিভিন্ন মোবাইল নেটওয়ার্কিং সংস্থার পরিষেবায় সন্তুষ্ট হতে পারেন না দেশের অধিকাংশ 'স্মার্ট' জনতা ৷ মোবাইলে ইন্টারনেট স্পিড নিয়ে তাঁদের অভিযোগ লেগেই থাকে ৷ সেই সমস্যা দূর করতে এবার এয়ারটেল বাজারে নিয়ে আসছে প্রি ৫জি 'ম্যাসিভ মাইমো' (Massive MIMO) প্রযুক্তি ৷ যার মাধ্যমে আগের থেকে ৫-৭ গুণ বেশি স্পিডযুক্ত ডেটা পরিষেবা পাবেন গ্রাহকরা ৷
 
এই ম্যাসিভ মাইমো প্রযুক্তির ব্যবহার ইতিমধ্যেই কলকাতায় করে ফেলেছে এয়ারটেল ৷ আইপিএল চলাকালীন ইডেন এবং মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পরীক্ষামূলকভাবে এর ব্যবহার করা হয় ৷ সেই পরীক্ষায় ভালমতোই সফল সংস্থা ৷ এখন শুধু অপেক্ষা কলকাতার বেশ কিছু জায়গায় এই প্রি ৫জি পরিষেবা চালু করার ৷ এখনও দিন নির্ধারিত না হলেও চলতি অর্থবর্ষেই (২০১৮-১৯) তা চালু করার কথা জানিয়েছে এয়ারটেল ৷  ভারতী এয়ারটেলের পশ্চিমবঙ্গ ও ওড়িশা সার্কলের সিইও সমীর অঞ্জারিয়া জানিয়েছেন, '' পশ্চিমবঙ্গে এবছর সংস্থার ৩৫ শতাংশ নেটওয়ার্ক এরিয়া বাড়ানো হবে ৷ এরাজ্যে ৩৮ হাজার মোবাইল সাইটস চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার ৷ নতুন করে ২০০০ কিমি রাস্তায় ফাইবার অপটিক্স বসানো হবে ৷ সবমিলিয়ে চলতি অর্থবর্ষের শেষে এরাজ্যে প্রায় ১৭,০০০ কিমি ফাইবার অপটিক্স বসানোর কাজ করে ফেলতে সক্ষম হবে এয়ারটেল ৷"

ম্যাসিভ মাইমো প্রযুক্তি নেটওয়ার্কের শক্তিকে কয়েক গুণ 'বুস্ট' করতে সাহায্য করে ৷ শহরের কোনও বিজনেস হাব বা জনবহুল এলাকায় এর ব্যবহারের ফলে আরও ভাল মানের ইন্টারনেট পরিষেবা গ্রাহকরা পাবেন বলে দাবি এয়ারটেলের ৷